ঊষা নারী উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি

আজাদী অনলাইন | শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ১০:২১ অপরাহ্ণ

ঊষা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে সংগঠনের সভানেত্রী শাহানা আক্তার শিলা ও সাধারণ সম্পাদিকা আরমিনা হক পুষ্পার নেতৃত্বে আজ শনিবার ডিটি রোড ঈদগাহ সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, আমাদের ক্ষুদ্র আয়তনের জনবহুল এই দেশটিতে প্রতিনিয়ত বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে। যার ফলে আমরা জলবায়ু ঝুঁকির মধ্যে আছি। আমাদের চারপাশে যা খালি জায়গা আছে তাতে আমাদের গাছ লাগাতে হবে। ছাদ কৃষি ও ছাদ বাগান গড়ে তুলতে হবে। আমরা গাছ লাগিয়ে ভরবো এ দেশ, গড়ে তুলবো সবুজ পরিবেশ।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি, সাবেক কাউন্সিলার ফারহানা জাবেদ, ইয়াসমিন মিনু, সহকারী অধ্যাপিকা শামিমা নাসরিন, শাহিনা আক্তার রানী, মোসাম্মত জয়া, নীলা আলী আনিকা, রোকসানা আক্তার, ডলি আক্তার, তারানা আফরিন, মিনা আক্তার, স্বপনা আমিন, সুরাইয়া বেগম, তাসলিমা আক্তার, শবনম, আনজু বেগম প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে এসময় স্কুলের চারিদিকে বনজ, ভেজষ, ফলদ গাছ লাগানো হয়। শেষে উপস্থিত নারীদের মাঝে পুষ্টিকর ফল উপহার দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে চিংড়ি ঘেরে ডুবে কমার্স কলেজ ছাত্র নিহত
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শাশুড়ির রহস্যজনক মৃত্যু; পুত্রবধূ গ্রেফতার