কক্সবাজারে চিংড়ি ঘেরে ডুবে কমার্স কলেজ ছাত্র নিহত

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ১০:১৯ অপরাহ্ণ

কক্সবাজার শহরে চিংড়ি ঘেরের পানিতে ডুবে ফয়সাল নেওয়াজ নামের চট্টগ্রাম কমার্স কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পা পিছলে চিংড়ি ঘেরে পড়ে নিখোঁজ হওয়ার ৫ ঘণ্টা পর গভীর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার জোহর নামাজের পর শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে তার নামাজে অনুষ্ঠিত হয়।

ফয়সাল নেওয়াজ কক্সবাজার শহরের পশ্চিম টেকপাড়ার শফিউল আলমের জ্যেষ্ঠ পুত্র।

তিনি ঈদের ছুটিতে চট্টগ্রাম শহর থেকে নিজ বাড়িতে বেড়াতে এসেছিলেন।

শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ির পার্শ্ববর্তী এলাকা শহরের পেশকারপাড়াস্থ বেড়ি বাঁধের রাস্তায় হাঁটাহাটি করার সময় আকস্মিকভাবে পা পিছলে চিংড়ি ঘেরের পানিতে পড়ে ডুবে যান তিনি। প্রায় ৫ ঘণ্টা খোঁজাখুঁজির পর স্থানীয়রা ব্যর্থ হয়ে লাইফ গার্ড কর্মীদের খবর দেন। লাইফ গার্ড কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। পরে তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক।

উল্লেখ্য, নিহত ফয়সাল নেওয়াজ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালে এসএসসি পাশ করে চট্টগ্রাম কমার্স কলেজে ভর্তি হন।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসীদের রেমিট্যান্সে ভর করে দেশের মেগা প্রকল্পসমূহ এগিয়ে চলছে
পরবর্তী নিবন্ধঊষা নারী উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি