‘ইত্যাদি’ প্রচার হবে বছরের শেষ দিন

| রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৫:২৭ পূর্বাহ্ণ

দেশের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে হবিগঞ্জে। আর এটি প্রচার হবে বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর। অনুষ্ঠানটির প্রধান কর্তা হানিফ সংকেত জানান, এবারের পর্বটি ধারণ করা হলো মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ভেতরে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ডাকবাংলোর সামনে। গত ১১ ডিসেম্বর শুটিংয়ের কাজ শেষ হয় সেখানে। ম্যানেজার বাংলোর সঙ্গে সাদৃশ্য রেখে নির্মিত আলোকিত মঞ্চে এই ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। এবারের অনুষ্ঠানে গান থাকছে দুটি। মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও ইবরার টিপুর সুরে একটি দেশাত্মবোধক গানে দ্বৈতকণ্ঠে গেয়েছেন সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী। হবিগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থানের পরিচিতিমূলক অন্য গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী।

পূর্ববর্তী নিবন্ধসেমিফাইনালে বোয়ালখালী এবং লোহাগাড়া
পরবর্তী নিবন্ধবুঝতে পারিনি এমন কিছু ঘটবে : বাঁধন