আমার মনের ঘরে

সোমা মুৎসুদ্দী | শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:১৮ পূর্বাহ্ণ

ভোরের মিষ্টি আলোয় ঘুম ভাঙে পাহাড়ের,
তারপর পাখির কলকাকলিতে মুখরিত হয়
পাহাড়ের চিরায়ত রূপ।

মাঝে মাঝে পাহাড়ি রাস্তায়
দু’একটা খাসিয়ার আানাগোনা,
আমিও ঠিক বেরুবো বিকেলবেলায়,
পাহাড়ের মোহনীয় সৌন্দর্যে
নিজেকে জড়িয়ে নিতে।

পাহাড়ের ভাঁজে ভাঁজে
আলো আঁধারের আবছা লুকোচুরিতে,
আমার মনের ঘরেই উৎপাদন হবে
কিছু অদৃশ্য কবিতা।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাক্ষেত্রে চরম অবহেলা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
পরবর্তী নিবন্ধঅহংকার যেভাবে একজন মানুষকে ধ্বংস করে