শিক্ষাক্ষেত্রে চরম অবহেলা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

| শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:১৮ পূর্বাহ্ণ

বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা চরম অবহেলা ও দুর্নীতি হচ্ছে। কোনো প্রকার উন্নতি হয়নি। ছেলে মেয়ে দিন দিন শুধু খারাপ হচ্ছে। আদব, কায়দা, ভদ্রতা কিছুই শিক্ষা পাচ্ছে না।
যেই সমস্ত শিক্ষক উচ্চ ডিগ্রি, উচ্চ শিক্ষিত, মেধাবী শিক্ষক তাদের কোনো মূল্য নেই। এই অবস্থা চলতে থাকলে শিক্ষাব্যবস্থা খুব খারাপ হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত আবেদন ছেলে-মেয়েদের সুশিক্ষা, সুন্দর পরিবেশ, মেধাবী ছাত্রদের চাকরির ব্যবস্থা এবং উচ্চ শিক্ষিত শিক্ষকদের উপযুক্ত মূল্য দেয়া হোক। ছাত্র, শিক্ষক, অভিভাবক, মা-বাবা এবং মানুষের শান্তি-সুন্দর পরিবেশ সৃষ্টি করা হোক।

আলহাজ্ব কামাল উদ্দিন
গ্রাম ও পো : কুমিরা
সীতাকুণ্ড, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধযতীন্দ্রমোহন সেনগুপ্ত : স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবী
পরবর্তী নিবন্ধআমার মনের ঘরে