প্লাস্টিকের ব্যবহার বর্জন করতে হবে

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৭:৫৩ পূর্বাহ্ণ

গ্রাম কিংবা শহর, সকল পর্যায়ের মানুষ এখন ব্যাপক হারে প্লাস্টিক বা পলিথিন ব্যবহার করছে। আমাদের দৈনিন্দন জীবনে শপিংমল বা দোকানে প্রয়োজনীয় কিছু কিনতে গেলেই তা প্লাস্টিক বা পলিথিন জাতীয় ব্যাগে তা আমাদের দেয়। এসব পলিথিন বা প্লাস্টিক আমরা বাড়িতে এনে বাড়ির পাশে কোনো ড্রেন, নদী বা খালে ফেলে দিই। প্লাস্টিক বা পলিথিন অপচনশীল দ্রব্য হওয়ায় তা সহজে মাটির সাথে মিশে যেতে পারে না। প্লাস্টিক বা পলিথিন অপচনশীল হওয়ার কারণে তা প্রকৃতিতে প্রায় ৪৫০ থেকে ১০০০ বছর অব্ধি রয়ে যায়। নদী, নালায় ফেলা বর্জ্য এক পর্যায়ে সমুদ্রে গিয়ে পড়ে ফলে সেখানে বসবাসকারী জলজ প্রাণীর প্রাণহানি ঘটছে। এসব প্লাস্টিকের কারণে জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। প্লাস্টিক বা পলিথিনে খাবার জাতীয় দ্রব্য বহন করার ফলে মানুষের দেহে প্লাস্টিকের ক্ষুদ্র কণা প্রবেশ করে বিভিন্ন রকম রোগের সৃষ্টি করছে। আমাদের দৈনিন্দন জীবনে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব কাপড় বা পাটের ব্যাগ ব্যবহার করার জন্য সাধারণ নাগরিক থেকে শুরু করে সকলকে সচেতন হতে হবে। জনগণের মাঝে প্লাস্টিক এবং পলিথিনের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরতে হবে। সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থাকে এক যোগে কাজ করলে মানবজীবনে প্লাস্টিকের ব্যবহার কমবে বলে আশা রাখি।

মো. রকিবুল ইসলাম মিল্টন

শিক্ষার্থী,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধমায়ের আরেক লক্ষ্মী রূপ শাশুড়ি
পরবর্তী নিবন্ধনারী পুরুষের পারস্পরিক সহযোগিতায় সুখী পরিবার