স্মরণে রাখি এম এ গফুর ভাইকে

| শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:৪৩ পূর্বাহ্ণ

এম এ গফুর দৈনিক আজাদীর চিঠিপত্র কলামে বহু বছর ধরে সমাজের বিভিন্ন সমস্যা, শহর বন্দর নগরের হরেক রকমের অসংগতি, অবক্ষয়ের কথা তুলে ধরে প্রতিনিয়ত চিঠিপত্র কলামে লিখতেন, এসব সমস্যা ও অসংগতি নিয়ে লিখাগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হলে অনেক সমস্যার সমাধান করতেন। মৃত্যুর দিনও দৈনিক আজাদীতে তাঁর লিখা (প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের সম্পর্কে অভিভাবকদের সচেতন হওয়া উচিত) একটি চিঠি প্রকাশিত হয়েছে। হঠাৎ থেমে গেল প্রিয় গফুর ভাইয়ের লিখনি, আর কোনোদিন প্রকাশিত হবে না এম এ গফুর ভাইয়ের চিঠি কারণ প্রিয় এম এ গফুর ভাই এখন চলে গেছেন দূরে বহু দূরে অজানা গন্তব্যে না ফেরার দেশে। মহান সৃষ্টিকর্তা এম এ গফুর ভাইকে পরপারে শান্তিতে রাখুনআমিন।

মো. আখতার উদ্দিন চৌধুরী

উত্তর হালিশহর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবিহারীলাল চক্রবর্তী : বাংলা সাহিত্যের ভোরের পাখি
পরবর্তী নিবন্ধরক্ত প্রতারক হতে সাবধান