আনোয়ারায় পৃথক অগ্নিকাণ্ডে ১৩ বসতঘর পুড়ে ছাই

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় দুটি পৃথক অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৭০ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামের ইয়াছিন তালুকদার বাড়িতে ও গতকাল ভোর ৫টার দিকে জুঁইদন্ডি ইউনিয়নের খুরুস্কুলে এ দুটি আগুনের ঘটনা ঘটে।

রায়পুর ইউনিয়নের ইউপি সদস্য মো. ইসহাক বলেন, মঙ্গলবার মধ্যরাতে অগ্নিকাণ্ডে স্থানীয় আবদু ছালাম, আবদুল কুদ্দুস, নুরুল আমিন, নুর মোহাম্মদ, জুলেখা বেগম, নুর ছোবান, আবদুচ ছোবান, আবুল হোসেন, বাবুল হক ও সিরাজ উদ্দিনের বসতঘর পুড়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা ৬০ লাখ টাকার বেশি ক্ষতি হয় বলে জানান।

অপর ঘটনায় জুঁইদন্ডি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. সেলিম জানান, অগ্নিকাণ্ডে ইউনিয়নের খুরুস্কুল গ্রামের পুরাতন হাজি বাড়ির বাসিন্দা মরহুম মৃত জালাল আহমদের পুত্র মো. ফারুক, মো. ফোরক ও মো. বাবুর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ৮ লাখ টাকার বেশি মালামাল পুড়ে যায়।

আনোয়ারা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্ববর্তী নিবন্ধকাল স্বাধীনতা মেলা শুরু
পরবর্তী নিবন্ধআজ পশ্চিম গুজরা সরকার পাড়া রক্ষাকালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব শুরু