কাল স্বাধীনতা মেলা শুরু

| বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আগামীকাল শুক্রবার থেকে ২১ মার্চ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো’ শীর্ষক অসমাপ্ত আত্মজীবনীর প্রশ্নোত্তর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান এবং স্বাধীনতা মেলা মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার বিকাল ৩ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৪ টায় আলোচনা সভা, বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। প্রধান অতিথি থাকবেন ডিআইজি মো. আনোয়ার হোসেন।

১৮ মার্চ বিকাল ৩ টায় বঙ্গবন্ধুকে নিয়ে গানদেশের গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকাল ৫ টায় রয়েছে আলোচনা সভা। সভাপতিত্ব করবেন অধ্যাপক মাঈনুদ্দিন। প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ১৯ মার্চ বিকাল ৩ টায় রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা। বিকাল ৫টায় আলোচনা সভা। সভাপতিত্ব করবেন মহিউদ্দিন রাশেদ। প্রধান অতিথি থাকবেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান বক্তা থাকবেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহত্যার আসামি রবিউলই দুবাইয়ের আরাভ খান, বলছে পুলিশ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় পৃথক অগ্নিকাণ্ডে ১৩ বসতঘর পুড়ে ছাই