অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়ে রমজানের মাহাত্ম্য অর্জন করতে হবে

ইফতার মাহফিল ও সেহেরী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা

আজাদী ডেস্ক  | শুক্রবার , ২২ মার্চ, ২০২৪ at ৫:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতি : চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির দোয়া ও ইফতার মাহফিল গত ২০ মার্চ কোর্ট রোডস্থ সমিতির ১নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আকবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার মিশন চাকমা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এবং চট্টগ্রাম বিভাগ ও জেলার সাধারণ সম্পাদক এম. মোক্তার আহমদ, সমিতির উপদেষ্টা মো. নুর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আকবর আলী, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম, মো. শহিদুল ইসলাম শহিদ, মোহাম্মদ মামুনুর রশিদ, মো. আকবর, মো. আবু ছৈয়দ, মো. কামাল উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. জয়নাল আবেদীন হিরু, মো. সিরাজুল আলম, মো. ওসমান গণি, মো. সিরাজুল ইসলাম হৃদয়, সুমন মজুমদার, মো. শাহজাহান৪ ও কাজী মো. রোকনুজ্জামান প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা করেন হাফেজ মাওলানা মুহাম্মদ মামুন উদ্দিন।

ফটিকছড়ি গাউসিয়া কমিটি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার বিবিরহাটে অসহায় গরীবদের মাঝে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজসেবক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনউপজেলা (উত্তর) শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মাছউদ কাদেরী। প্রধান আলোচক ছিলেনযুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ ওসমান খাঁ। এসময় আমজাদ হোসেন শাহীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেনঅধ্যাপক মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী, মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, আবদুল্লাহ আল হাসান, মাওলানা ইমাম উদ্দিন কাদেরী।

চট্টগ্রাম রাইস মিলস মালিক সমিতি : চট্টগ্রাম রাইস মিলস মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চাক্তাইয়ের রাইয়ান ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রাইস মিলস মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন চট্টগ্রাম রাইস মিলস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক উল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক এনাম, বিশেষ অতিথি ছিলেন চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম হারুনুর রশিদ, চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম, চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সহসভাপতি আফসার উদ্দিন এমকম, ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর, মহিউদ্দিন আহমেদ বেলাল, চাক্তাই চট ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আব্বাস তালুকদার, চট্টগ্রাম রাইস মিলস মালিক সমিতির সহসভাপতি মোহাম্মদ হোসেন, চাক্তাই ইউনিট আওয়ামী লীগের সভাপতি মীর আহম্মদ সওদাগর, চট্টগ্রাম রাইস মিলস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ খান বাপ্পি, অর্থ সম্পাদক ওমর ফারুক, সাবেক সভাপতি শান্ত দাশগুপ্ত, চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সহসভাপতি বাবু স্বপন কুমার সাহা, চাকতাই ট্রেড এন্ড ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন সভাপতি আহসান খালেদ পারভেজ, সাধারণ সম্পাদক মোর্শেদুর রশিদ, মামুনুর রশিদ, আলী আকবর সওদাগর, আবুল বশর, আব্দুল গনি পিয়ার, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ শাহজাহান, প্রবীর দাশ।

রাঙ্গুনিয়া পৌরসভা এনএনকে ফাউন্ডেশন : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে রাঙ্গুনিয়ায় ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভায় দুই শতাধিক ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এবং এনএনকে ফাউন্ডেশনের সমন্বয়ক এনামুল হক। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য শৈবাল চক্রবর্তী।

২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়েরের নিজস্ব অর্থায়নে প্রথম ধাপে ৫০০ জন পশ্চিম মাদারবাড়ি এলাকাবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আলি বক্স, হাজী নাছির আহমদ, জাফর খান সর্দার, জসিমুল হুদা, হাজী মোঃ মহসিন, দেলোয়ার হোসেন বাবুল, মোহাম্মদ ইলিয়াস, আশরাফ আলী, আব্দুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

২৪নং উওর আগ্রাবাদ চৌমহনী বরফকল : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নগরীর ২৪নং উত্তর আগ্রাবাদ চৌমহনী বরফকল প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর যুবলীগের সহসভাপতি মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরীর পক্ষ থেকে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসম্পাদক ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সহসভাপতি মোঃ রেজাউল করিম রিটন এই আয়োজন করেন। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান, লিয়াকত আলী, মোঃ মঞ্জুর ইসলাম, ২৪নং ওয়ার্ড যুবলীগ নেতা সালাউদ্দিন দুলাল, মোঃ আজিজুর রহমান, মোঃ হেলাল, হাসান তারেক রাসেল, এস.এম তারেক মাহমুদ, ছাত্রলীগ নেতা মোঃ রায়হানসহ আরও অনেকে।

যুবলীগ : চট্টগ্রাম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদ দিদারুল আলম দিদারের উদ্যোগে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে উত্তর পতেঙ্গা ধুমপাড়ার শেখ রাসেল স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে এতিম, পথচারীদের মাঝে গতকাল বৃহস্পতিবার ইফতার বিতরণ করা হয়। যুব সংগঠক মনির উদ্দিনের ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম তুষার, লন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা জুয়েল, যুবলীগ নেতা আলী হায়দার, মাহাবুব, হেলাল, মনীর উদ্দিন, সাকিব, মুন্না, শাহাবুদ্দিন প্রমুখ।

সিরাতুল মুস্তাকীম ফাউন্ডেশন : সিরাতুল মুস্তাকীম ফাউন্ডেশন, কাতার মাইজার শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৮ মার্চ মাইজারের একটি রেস্টুরেন্টে মুহাম্মদ নাঈম উদ্দীন নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিরাতুল মুস্তাকীম ফাউন্ডেশন, কাতার কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা সচিব মুহাম্মদ দিদারুল আলম। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা সৈয়দ মুহাম্মদ আকতার হোসাইন। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় পরিষদের ধর্মীয় সম্পাদক মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী। সংবর্ধেয় অতিথি ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ ফরহাদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা সৈয়দ মুহাম্মদ আবুল হাসনাত, সহসভাপতি মুহাম্মদ ওসমান গণি, সৈয়দ মুহাম্মদ মামুন সমরকন্দী, মুহাম্মদ গিয়াসউদ্দিন, মুহাম্মদ খোরশেদ ইসহাক, মুহাম্মদ মিজানুর রহমান, নাজিম শাহ, মুহাম্মদ আরমান, মুহাম্মদ রিয়াদুল আলম, মুহাম্মদ ইসহাক। অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন মুহাম্মদ নুরুল ইসলাম, তারেকুল ইসলাম চৌধুরী, বাদশা আলম, ওসমান, এমরান, তৈয়্যব, জসিম, মুহিবউল্লাহ, জাহেদ, বোরহান, আরমান প্রমুখ। পরিশেষে দেশ জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর : দক্ষিণ কাট্টলীর ব্যবসায়ী খলিলুর রহমান সওদাগরের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিকালে কাজির দিঘী জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এলাকার দুঃস্থ, এতিম ও হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন মরহুমের সন্তান দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল। দোয়া মাহাফিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আসলাম সওদাগর, নোয়াব আলী মেম্বার, মাহাবুবুল আলম, জাকির আহমেদ সওদাগর, সেকান্দর মিয়া, মো. শাহিন, ফারুক আহমেদ, হেলাল উদ্দিন, জসিম উদ্দিন, কবির আহমেদ, বাবুল দেবনাথ, তৈয়ব, মনোয়ার হোসেন খোকন, মোঃ আমির আহমেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআস্কর আলী পণ্ডিতের চাটগাঁইয়া গান
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৭ মামলার আসামি হান্নান অস্ত্রসহ গ্রেপ্তার