অলকাতিলক

সুমি দাশ | বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

মধ্য চাঁদনী রাত।

এ যেনো আলোআঁধারের স্নিগ্ধ মিলন।

একটা অস্পষ্ট মায়ালোকে ডুবে আছি।

অদ্ভুত শুচিশুভ্র সৌন্দর্যের ঝর্না ধারা নামছে আকাশ বেয়ে।

তোমাকে দেখার অভিপ্রায়ে খানিকটা চঞ্চল মন

এ কেমন মোহের কপটতা, এতটা ব্যাকুলতা,

স্মৃতির দরজায় বারবার কে যেনো টোকা দিয়ে বললো,

ভালোবাসি গো, এখনো বড্ড ভালোবাসি।

সম্মোহিতের মতো কপাট খুলে বাইরে এসে দাঁড়িয়ে ,

কিন্তুকেউ নেই, কোথাও কেউ নেই।

খুঁজে পেলাম কিছু নিস্তব্ধতা আর সৌন্দর্যের

মাদকতায় ভরা জ্যোৎস্না মাখা স্নিগ্ধ চাঁদের আলো।

তাই, সমস্ত অভিলাষগুলো ছুড়ে দিলাম তোমার পানে।

এসো রাঙিয়ে নিই আলিঙ্গনের উষ্ণতায়,

এঁকে দাও ললাটে ভালোবাসার অলকাতিলক।

আমি রেখেছি তোমার জন্য কিছু সুগন্ধি পারিজাত।

আজ দুজনে মন ভেজাবো তাঁরার আস্বাদনে,

ঠোঁট ভেজাবো চুম্বনের আবেশে।

পূর্ববর্তী নিবন্ধশীতলপুরে ওভার ব্রীজ চাই
পরবর্তী নিবন্ধভাবনাকে এগিয়ে নিতে হবে স্বপ্নপূরণের পথে