অবন্তিকার আত্মহননে প্ররোচনাকারীদের শাস্তি নিশ্চিতের আহ্বান

চবি প্রাক্তন ছাত্র পরিষদ ২৩তম ব্যাচের মানববন্ধন

| রবিবার , ২৪ মার্চ, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ ২৩তম ব্যাচের উদ্যোগে ব্যাচের সদস্য তাহমিনা শবনমের কন্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহননে প্ররোচনাকারীদের শাস্তি ও শিক্ষাঙ্গনে যৌন হয়রানি বন্ধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক সৈয়দ সিরাজুল ইসলাম কমুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আসলাম মুরশেদের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য অধ্যক্ষ আবু তালেব বেলাল।

বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র মাহবুবুল হক সুমন, পরিষদের সদস্যসচিব প্রফেসর সাহেদ বিন সাদিক, . শেখ বখতিয়ার উদ্দীন, সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল, সৈয়দ কামরুল হাবীব, নাসির উদ্দিন তোতা, চুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউসার, প্রফেসর রুহি সাফদার, অধ্যাপক বিচিত্রা সেন, অধ্যাপক পিংকু দাশ, নাহিদ সুলতানা, অধ্যাপক মুরশেদা ইসলাম কলি, গোলশান আরা নার্গিস, হুমায়ুন কবির মিটু, ওসমান গণী মজুমদার, আক্তার হোসেন, আবু সুফিয়ান, রেজাউল আকবর, মোহাম্মদ আলী, আসিফুল হক, সাইফুল্লাহ মনসুর, শাহ সেলিম, আমজাদ হোসেন, মহসিন চৌধুরী, মাঈনুদ্দীন মজুমদার হিমু ও চৌধুরী কে এম রিয়াদ। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিতারা শামীম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল অ্যালামনাই এর সহসভাপতি কামরুল হাসান হারুন। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের নিরাপদ স্থান। শিক্ষকরা দ্বিতীয় অভিভাবক। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহনন প্রমাণ দিচ্ছে আজ শিক্ষাঙ্গনও শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়। কিছু কিছু শিক্ষক অভিভাবকত্ব ভুলে গিয়ে অনৈতিকতার আশ্রয় নিচ্ছেন। নারী ও পুরুষ শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির যোগসাজশে অবন্তিকাকে বাধ্য করা হয় আত্মহত্যা করতে। অবন্তিকার মা শবনম চবিয়ান ও আমাদের ২৩তম ব্যাচের বন্ধু। আজ বিশ্ববিদ্যালয়ের মত সর্বোচ্চ বিদ্যাপীঠে বুলিংয়ের স্বীকার হয়ে অবন্তিকাকে যারা আত্মহত্যা করতে বাধ্য করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যেতে চাই
পরবর্তী নিবন্ধইনোভেশন শুধু বাংলাদেশে নয়, বৈশ্বিক পরিমণ্ডলেও স্বীকৃত : অতিরিক্ত সচিব