অপ্টোমেট্রিস্ট এ্যাসোসিয়েশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

| শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১১:৩৬ পূর্বাহ্ণ

‘আপনার চোখকে ভালোবাসুন’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস-২০২১ পালন করেছে অপ্টোমেট্রিস্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দৃষ্টিহীনদের প্রতি দৃষ্টি আকর্ষণ ও সাধারণের মাঝে দৃষ্টি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০০ সাল থেকে প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সকালে পাহাড়তলীর সরাইপাড়াস্থ ভেলুয়ার দিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে র‌্যালী, কর্মশালা ও প্রায় শতাধিক গরিব রোগীর মাঝে এসোসিয়েশনের তিনটি মেডিকেল টিম বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করেন। এছাড়া চক্ষু চিকিৎসার পাশাপাশি চক্ষু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত কর্মশালায় বলা হয়, প্রতি তিন মাস অন্তর ফ্রি চক্ষু সেবার আয়োজন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়াকে করোনাকালীন বিশেষ অবদানে কোভিড হিরো সম্মাননা প্রদান করা হয়। ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ডা. মাহিদ বিন আমীন, এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তানজিলা সুলতানা, যুগ্ন সাধারণ সম্পাদক মো. নঈম উদ্দিন, মো. তাসনিম সাদিদসহ অন্যান্য সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় দুস্থ মহিলা কল্যাণ কেন্দ্রে চুরি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার