পটিয়ায় দুস্থ মহিলা কল্যাণ কেন্দ্রে চুরি

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১১:৩৬ পূর্বাহ্ণ

পটিয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা দুস্থ মহিলা কল্যাণ কেন্দ্র অফিসে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল অফিসে রক্ষিত ১৫টি নতুন সেলাই মেশিন ও স্ট্যান্ড, ব্লকের আনুষঙ্গিক জিনিসপত্র, ৪০টি প্লাস্টিকের চেয়ার, ১টি ডিনার সেট, বৈদ্যুৎতিক তার, ২টি সিলিং ফ্যানসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গত বৃহস্পতিবার সকালে অফিসের তালা খুলে ভিতরে প্রবেশ করতেই এ চুরি সংগঠিত হওয়ার খবর পায় নেতৃবৃন্দ। পটিয়া উপজেলার বাসস্টেশনস্থ এ অফিসে গত দুইদিন পূর্বে এ চুরি সংগঠিত হয় বলে ধারণা করছেন তারা। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদিকা ইনসানা নাছরিন। চুরের দল টিনের চালা কেটে কৌশলে ভিতরে প্রবেশ করে অফিসের এসব মূল্যবান জিনিপত্র লুট করে নিয়ে যায়। এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় চোর সনাক্ত ও চোরাই মালামাল উদ্ধারে প্রশাসন কাজ করবে।

পূর্ববর্তী নিবন্ধমির্জাপুরে প্রবারণা ও কঠিন চীবর দানের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধঅপ্টোমেট্রিস্ট এ্যাসোসিয়েশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা