কাল ক্লাসে ফিরছে মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক রোববার

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৬:২৫ পূর্বাহ্ণ

সপ্তাহে দুদিন ছুটির রেওয়াজ থাকলেও এখন থেকে শনিবারও ক্লাসে ফিরছে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো। তীব্র তাপপ্রবাহের মধ্যে উচ্চ আদালতের আদেশে ছুটি শেষে আগামীকাল শনিবার থেকেই মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে। সেইসঙ্গে রোববার থেকে যথারীতি খুলছে প্রাথমিক বিদ্যালয়। তবে চলমান তাপপ্রবাহের পরিস্থিতি বুঝে কিছু জেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধও থাকতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। তিনি বলেছেন, শুক্রবারের আবহাওয়া বার্তা জানার পর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই জেলাগুলোর নাম জানিয়ে দেওয়া হবে। খবর বিডিনিউজের।

প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, শুক্র ও শনিবার ছুটির পর রোববার থেকে যথারীতি ক্লাস শুরু হবে। এর মধ্যে যদি কোনো সিদ্ধান্ত হয় তাহলে আমরা সেটি শনিবার জানিয়ে দেব। চলতি বছরের রোজার ১০ দিন প্রাথমিক ও ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল সরকার। বিষয়টি আদালতে গড়ালে উচ্চ আদালত স্কুল বন্ধ রাখার আদেশ দেয়, পরে আপিল বিভাগের রায়ে রোজায় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত বহাল থাকে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তখনই শনিবার স্কুল খোলা রাখার ইঙ্গিত দিয়েছিলেন।

ঈদের ছুটির পর তীব্র গরমের কারণে গত ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়িয়েছিল সরকার। এক সপ্তাহের সেই ছুটির পরই শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ৪ মে থেকে শনিবারও মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলবে। বৃহস্পতিবার সেই বিষয়টি আবার মনে করিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের পক্ষেবিপক্ষে সমালোচনা রয়েছে। বিশেষ করে শিক্ষকদের একটি অংশ শনিবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েছেন। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, শিখন ঘাটতি পূরণ করতে সরকার প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে।

পূর্ববর্তী নিবন্ধঋণ খেলাপির পক্ষে জামিন ও সম্পত্তি অবমুক্তের আবেদন পদ্মা ব্যাংকের
পরবর্তী নিবন্ধদাবদাহ থাকবে মে মাসেও, সঙ্গে ঘূর্ণিঝড়ের আভাস