অন্যরকম ফাগুন

তাসমিমা মমতাজ | বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

অন্য রকম ফাগুন ছিল
মনে তাদের আগুন ছিল
মাতৃভাষা ছিনিয়ে নিতে
গুলির মুখে প্রাণ হারালো।

ভিন্ন সে ফাগুন মাসে
শোকের মাতম পূর্ণ ছিল
বর্নজেতার আমেজ নিয়ে
কান্না-হাসির মিশেল হলো।

সে ফাগুনেও ফুল ছিল
ফুটবে এমন কলি ছিল
রক্ত রঙে রাঙিয়ে দিতে
শিমুল-পলাশ ঝরলো পথে।

সে বসন্তেও কোকিল ছিল
কন্ঠে তাদের সুর যে ছিল
কন্ঠ রোধের কষ্ট নিয়ে
করুণ সুরে উঠলো বেজে।

মায়ের কোলে ওম ছিল
আদরে মা টানছিলো
তবু খোকা পথেই ঢলে
বলবে কথা মায়ের বোলে।

সেদিন রবির কিরণ ছিল
আবীর রাঙা মরণ ছিল
ঝাঁঝড়া বুকে করলো বরণ
সে শহীদের করছি স্মরণ।

আজ প্রভাতে প্রভাত ফেরী
আর ঘুমায় না হবে দেরী
সব খোকারা উঠরে জেগে
সুবাস আসে কুসুম বাগে।

দিনটি ছিলো আট ফাগুনে
ফেব্রুয়ারির একুশ গুনে
মাতৃভাষা দিবস এখন
পালন করে বিশ্ব ভুবন।

পূর্ববর্তী নিবন্ধনারী যোদ্ধা
পরবর্তী নিবন্ধটিকা : চিকিৎসাবিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার