নারী যোদ্ধা

আনজানা ডালিয়া | বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

এ সমাজে তোমার চারপাশে তাকালে দেখতে পাবে কিছু নারী যোদ্ধা। যারা ভাগ্য বিড়ম্বনায় যুদ্ধের ময়দানে আছে। পেছনে যাওয়ার কোন সুযোগ নেই। তাঁদের যেতে হবে সামনে এগিয়ে যুদ্ধ করতে করতেই। তাঁদের নিয়ে এ সমাজ হাসি তামাশা করে। বিশেষ কোন শ্রেণি নয়, নারী পুরুষ দু’শ্রেণিই ট্রল করে। তবে হ্যাঁ নারীরা একটু এক্ষেত্রে এগিয়ে থাকছে। ট্রল করার আগে কি তোমরা একবার ভাবো যাকে নিয়ে সমালোচনা করছো তাঁর মনের গভীরে গিয়ে একবার অন্তত তাঁর কষ্টগুলো জেনে নেয়া উচিৎ। ভাবো না। পুরুষের সাথে তাল দিয়ে, ভাব খাতির বাড়ানোর লক্ষ্যে তুমি অবিবেচক হচ্ছো,সমালোচনা করে যাচ্ছো। একবারও ভাবছো না তুমি নারী। তোমাকেও একদিন এমন যুদ্ধে নামতে হতে পারে। একবার ভাবো তো নয়টা-পাঁচটা অফিস করে ঘরে ফিরে হাতের কাজ এগিয়ে দেয়া মেয়েটার ৫০০ টাকা সাশ্রয় করতে তুমি নিজেই বাসনকোসন ধুয়ে রান্না করতে হয়। আবার মাথায় ঘুরতে থাকে আগামীদিন সকালে সন্তানের মুখে কি তুলে দিবে।সন্তানের কলেজ ফী জমে গেছে কিভাবে শোধ করবে। ঠিক তখন যদি কোন রঙীন চশমাওয়ালা রঙের কথা বলতে এগিয়ে আসে তখন তোমার কি করা উচিৎ।আমি জানি তার রঙীন চশমাটা এক ঝটকায় খুলে দু’গালে দুইটা থাপ্পর আর জায়গামতো একটা লাথি দেয়া উচিৎ। তাই বলছি বন্ধুরা নিয়তি বলে একটা কথা আছে। তোমার নিয়তি তোমাকে কোথায় নিয়ে দাঁড় করায় তুমি আগে থেকে জানো না। আজ যার চরিত্র নিয়ে কথা বলছো নিয়তি তোমাকে তার থেকে কঠিন সমস্যায় ফেলতে পারে। কারণ প্রকৃতি সঠিক বিচারটুকু পরম বিশ্বস্ততায় করে থাকে।

পূর্ববর্তী নিবন্ধশিশুর জন্য ভালোবাসা
পরবর্তী নিবন্ধঅন্যরকম ফাগুন