শিশুর জন্য ভালোবাসা

সাজেদুল করিম ভূঁইয়া | বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

শিশুরা কখনো বড়দের ছোট বিবৃতি নয়। তারা পরিপূর্ণ মানবসত্তা। তাদের ভালো লাগা,মন্দ লাগা আছে। বড়দের কল্পনার সীমানা থাকে। শিশুদের কল্পনার জগৎ অসীম। কল্পনা থেকে প্রশ্ন সৃষ্টি করে। তাদের সব প্রশ্নের উত্তর বড়রা দিতে পারেন না। তবে কেউ কেউ চেষ্টা করেন। তখন তারা শিশুদের সাথে সুপরিকল্পিতভাবে কড়া ভাষায় কথা বলেন। শিশুরা দমে যায়। প্রশ্ন করাও কমে যায়। স্বাভাবিকায় বিঘ্নতার প্রাচীর গজে অস্বাভাবিকভাবে। এভাবে বড় হতে থাকে। মেধার বিকাশ যথাযথ প্রকাশ না হলে আবার বড়রাই বলে,তোকে দিয়ে কিচ্ছু হবে না। রোগ শনাক্তকরণ না হলে চিকিৎসক যত ভালোই হোক না কেনো, সুচিকিৎসা আশা করা যায় না। তাই শিশুদের সময় দিন। তাদের কথা শুনুন। মূল্যায়ন করুন। সুন্দর পরিবেশে তাদের গঠনশৈলীও সুন্দর হবে। শিশুর কার্যকর প্রারম্ভিকতা নিশ্চিত করতে তাদের জন্য ভালোবাসা অনুভব করা অতীব জরুরি।

পূর্ববর্তী নিবন্ধমাননীয় ভূমি প্রতিমন্ত্রী সমীপে : ভূমি জরিপে দুর্নীতি ও অনিয়মের প্রতিকার প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধনারী যোদ্ধা