মাননীয় ভূমি প্রতিমন্ত্রী সমীপে : ভূমি জরিপে দুর্নীতি ও অনিয়মের প্রতিকার প্রসঙ্গে

| বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

ঝালকাঠী জেলাধীন নলছিটি উপজেলায় ২০০৭ সালে ভূমি জরিপ শুরু হয়। এতে আমিনগণ সরেজমিনে জরিপ না করে প্রভাবশালীদের বাড়িতে বাড়িতে ক্যাম্প করে তাদের ইচ্ছা এবং খেয়াল খুশিমতো একের জমি অন্যের নামে, কেউ কেউ ভুয়া দলিল সৃষ্টি করে গরিবের জমি জরিপ করিয়ে নেই। এতে করে অনেকেই ভূমিহীন, গৃহহীন হয়ে পড়ার উপক্রম। এটেস্টেশন ৩০ ধারা এবং ৩১ ধারায় দালালদের ছিল দৌরাত্ম্য। প্রভাবশালীর দৌরাত্ম্যে কেউ টিকতে পারেনি। এমনিতেই দেওয়ানি মামলার স্তূপ আদালতে। এরপর উক্ত জরিপে দেওয়ানি মোকদ্দমা নিয়ে আদালতকেও হিমসিম খেতে হবে। গরিব-নিরীহ মানুষ সংবাদ সম্মেলন করেও কোন সুফল পায়নি। উল্লেখ্য যে, এখনো কোনো কোনো মৌজায় মাঠ জরিপই হয় নাই। অথচ তড়িঘড়ি করে অনেক মৌজায় ৩১ ধারা শেষ করা হয়েছে। প্রভাবশালীদের ইচ্ছামতো প্লট করা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সূর্য্যপাশা মৌজা এবং এখানে প্রভাবশালীই বেশি।
সিভিল (ছদ্ম) বেশে প্রতিনিধি পাঠালে এই চিঠির সত্যতা মিলবে। জনাব সমীপে আকুল আরজ এই যে, উক্ত অনিয়ম ও দুর্নীতি থেকে গরীব-দুঃখী মানুষের ভিটেমাটি সুরক্ষার্থে আধুনিক ডিজিটালাইজেশন জরিপ করে দেওয়ার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
জে. এল নং-১১৭ সূর্য্যপাশা মৌজার অসহায় মানুষের পক্ষে-হারুন-অর-রশিদ তালুকদার, নলছিটি, ঝালকাঠী।

পূর্ববর্তী নিবন্ধজীবনানন্দ দাশ : প্রকৃতির কবি, বিষণ্নতার কবি
পরবর্তী নিবন্ধশিশুর জন্য ভালোবাসা