অধ্যাপক চৌধুরী জহুরুল হকের মৃত্যুবার্ষিকী আজ

| সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১১:২২ পূর্বাহ্ণ

প্রখ্যাত সাহিত্যিক অধ্যাপক চৌধুরী জহুরুল হকের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। তাঁর জন্ম ১৯৪৭ সালের ১ মার্চ সাতকানিয়া উপজেলা মনেয়াবাগ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে। তাঁর সাহিত্য চর্চার সূচনা ঘটে মাত্র ১২ বছর বয়সে। সচিত্র সন্ধানীতে প্রকাশিত হয় তার ছোট গল্প ‘একটি কবিতার জন্ম’ চট্টগ্রাম কলেজে স্নাতক সম্মান শ্রেণিতে অধ্যায়নকালে। তাঁর নাটকের সংখ্যা ত্রিশোর্ধ এবং ক্ষুদ্রকার রম্য নাটকের সংখ্যাও পঞ্চাশের উর্ধে। স্বাধীনতা উত্তরকালে মুক্তিযুদ্ধের প্রথম নাটক পটভূমি তাঁরই রচনা। এছাড়াও তিনি রচনা করেন প্রবন্ধ-নিবন্ধন, কবিতা ও গান, সাহিত্যিক বচন-প্রবচন; উদ্ভাবন করেন সাহিত্যে প্রকাশ ও পাঠ সহায়ক চার প্রকার যতিচিহ্ন। সম্পাদনা করেন একাধিক গ্রন্থ ও বেশ ক’টি সাহিত্যপত্র এবং অংঙ্কন করেন তিন শতাধিক চিত্র ও স্কেচ-মানুষের নানা মাত্রিক মুখ। মৃত্যুর পর ড. ইলু ইলিয়াসের পরিকল্পনা ও সম্পাদনায় কোহিনুর প্রেস এবং বলাকা প্রকাশনীর সহযোগিতায় প্রকাশিত হয় চৌধুরী জহুরুল হক রচনা সমগ্র-১, ২, ৩ ও ৪। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৌবাহিনী স্কুল ও কলেজের পিঠা উৎসব ও সভা
পরবর্তী নিবন্ধ‘প্রসঙ্গ : বুদ্ধের মতবাদ’ বইয়ের প্রকাশনা উৎসব