‘প্রসঙ্গ : বুদ্ধের মতবাদ’ বইয়ের প্রকাশনা উৎসব

| সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১১:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে গত ৩১ ডিসেম্বর বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি অভয়ানন্দ মহাথেরোর শিষ্য নব পন্ডিত বিহারের উপ-বিহারাধ্যক্ষ ভিক্ষু তণহংকর থেরো লিখিত ‘প্রসঙ্গ : বুদ্ধের মতবাদ’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপ-সংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথেরো। উদ্বোধন করেন প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া। মুখ্য আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়য়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত সুনন্দ মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন ড. প্রিয়দর্শী মহাথেরো। বক্তব্য রাখেন ভদন্ত সংঘানন্দ থেরো, অঞ্চল কুমার তালুকদার, প্রকৌশলী মনোপ্রিয় বড়ুয়া। রাজগুরু অভয়ানন্দ মহাথেরোর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন অমরেশ চৌধুরী। সভায় বক্তারা লেখক ও গবেষক ভিক্ষু তণহংকর থেরোর প্রণীত পুস্তকের ভূয়শী প্রসংশা করে এ ধরনের আরো পুস্তক লিখতে তাঁকে উৎসাহ প্রদান করেন। সভার পূর্বে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন চ্যানেল আই সেরাকন্ঠ চৈতী মুৎসুদ্দি। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক উজ্বল মুৎসুদ্দি সম্পু ও বেতার ও টিভি উপস্থাপিকা জয়িতা বড়ুয়া। সভায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন সাংগঠনিক ও রাজনীতিবিদরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক চৌধুরী জহুরুল হকের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধশীতবস্ত্র নিয়ে হতদরিদ্রদের পাশে