শীতবস্ত্র নিয়ে হতদরিদ্রদের পাশে

আজাদী ডেস্ক | সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১১:২৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে দিদারুল আলম এমপির ব্যক্তিগত উদ্যোগে ৭৭০ পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসব শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সাংসদ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা দিদারুল আলম। বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্যগণ।
পটিয়ায় বেলখাইন একতা ফুটন্ত ক্লাব : পটিয়ার বেলখাইন একতা ফুটন্ত ক্লাবের উদ্যোগে বেলখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীদের হাতে শীতের পোশাক তুলে দিয়েছেন সহকারী জেলা শিক্ষা অফিসার হৃশীকেশ শীল। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের উৎসাহ দিতে একতা ক্লাবের মত এভাবে বিভিন্ন সামাজিক সংগঠনদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা যেন প্রতিদিন স্কুলে আসে সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। বেলখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত বড়ুয়া রাজুর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, সাইফ পাওয়ার টেক লিমিটেডের পরিচালক নিজাম উদ্দিন মাহমুদ হোসাইন, ৯নং বড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল ইসলাম সানু, সহকারী পটিয়া উপজেলা শিক্ষা অফিসার সানাউল্লাহ কাউছার, বেলখাইন ১নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল কবীর চৌধুরী বালি, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল মালেক, মহিলা ইউপি সদস্য খুরশিদা আক্তার, শিক্ষক আবু জাফর সিদ্দিকী, শিক্ষক আক্তারুজ্জামান, শিক্ষিকা মিসকাত জাহান মিশু, শিক্ষিকা নাজিয়া সুলতানা, উদয়ন সংঘের সভাপতি বশিরুল আলম, কৃষিবিদ অনিল কান্তি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।
সুন্দরপুর প্রবাসী পরিষষ : স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরপুর প্রবাসী পরিষদের উদ্যোগে দুস্থদের মাঝে গত ৩১ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সুন্দরপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী। পরিষদের কাতার শাখার সাধারণ সম্পাদক শরিফ উদ্দীন মাসুদ ও ইউএই শাখার যুগ্ম সম্পাদক নোমান চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনুস খান রুবেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোস্তফা কামাল এরশাদ। এতে বিশেষ অতিথি ছিলেন আহসান উল্লাহ মামুন, ইকবাল করিম চৌধুরী, নুর মিয়া আলকাদেরী, রফিকুল ইসলাম দুলাল ও আব্দুর রহিম। বক্তব্য রাখেন সালাহউদ্দিন মাহমুদ, সেলিম আজাদ মুন্না, নুরুল আবসার, মো. মিজান, মোনাফ সিদ্দিকী, মোস্তফা চৌধুরী, ওসমান গণি রুমেল, ফখরুদ্দিন চৌধুরী ফারুক, করিম মোহাম্মদ, সাহাব উদ্দীন বাপ্পু, তানিম, শেখ আবদুল্লাহ, আমানউল্লাহ, রহমতুল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন : শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, সহযোগিতার হাত বাড়াই-শ্লোগানে শীতার্ত মানুষের জন্য মানব সেবায় এগিয়ে চলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্দ্যোগে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমানের সহযোগিতায় নগরীর অঙিজেনস্থ লোহারপুল এলাকায় আল্লামা আবুল কাসেম নূরীর নিকট মাদ্রাসার এতিম ও দরিদ্র ছাত্রদের জন্য ২০০ কম্বল হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, জাফর ইকবাল, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, ইউসুফ খান, আবছার উদ্দিন অলি, ইমতিয়াজ আহমেদ, মঞ্জুর আলম, সৈয়দা তসলিমা আক্তার নিশা প্রমুখ।
চট্টগ্রাম জেলা পরিষদ : সীতাকুণ্ড ও মীরসরাই (আংশিক) উপজেলার দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ। গতকাল রোববার সীতাকুণ্ড পৌরসভা এবং সীতাকুণ্ড ও মিরসরাইয়ের ১৩টি ইউনিয়নে মেয়র ও চেয়ারম্যানদের কাছে সংশ্লিষ্ট এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের জন্য কম্বল হস্তান্তর করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ। এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, মো. রেহান উদ্দিন, শেখ রেজাউল করিম, ছাদাকাত উল্লাহ মিয়াজী, শওকত আলী জাহাঙ্গীর প্রমুখ।
নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ : ৪২ নম্বর নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২নং গেইটস্থ কর্ণফুলী কমপ্লেক্সের সামনে গতকাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা এ কে এম জাফরুল্লাহ চৌধুরী। নটরাজ গুপ্তর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মো. আলী আকবর। বক্তব্য রাখেন চট্টগ্রাম পলিটেকনিক কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল কবির, মোহাম্মদ আলমগীর, মাবুদ সওদাগর, নারী নেত্রী শিমুল শীল, শের মোহাম্মদ রফিক, মো. শাহাবুদ্দিন প্রমুখ।
উদালিয়া : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীর পশ্চিম ধলই উদালিয়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের দায়ক পোপন বড়ুয়া ও পরিবারের পক্ষ থেকে গত শনিবার অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিহারের অধ্যক্ষ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাতকড়ি-মাধুরী স্মৃতি ফাউন্ডেশন : সাতকড়ি-মাধুরী স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ৩১ ডিসেম্বর কল্পতরু রাস মন্দির প্রাঙ্গনে সাতকড়ি-মাধুরী স্মৃতি ফাউন্ডেশনের কর্ণধার সুভাষ শীলের সভাপতিত্বে এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দীপ নারায়ণ চৌধুরী, প্রকাশ শীল, টিপু দাশ, রাজীব দত্ত, ডা. প্রভাষ শীল, সুব্রত শীল, অনিল শীল, বিকাশ শীল, বৈশাখী শীল প্রমুখ।
লায়ন্স ক্লাব অব চিটাগাং গ্রিন সিটি : লায়ন্স ক্লাব অফ চিটাগাং গ্রিন সিটির উদ্যোগে লালখান বাজার ওয়ার্ডস্থ শহীদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে অসহায় গরিব-দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক আবুল হাসনাত মো. বেলাল। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ চিটাগাং গ্রিন সিটির নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রসঙ্গ : বুদ্ধের মতবাদ’ বইয়ের প্রকাশনা উৎসব
পরবর্তী নিবন্ধএপিএ বাস্তবায়নে তৃতীয় রূপালী ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়