নৌবাহিনী স্কুল ও কলেজের পিঠা উৎসব ও সভা

| সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১১:২২ পূর্বাহ্ণ

বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে পিঠা উৎসবের। অত্যন্ত রব রব সাজ সজ্জার মাধ্যমে পিঠা উৎসবের উদ্বোধন করেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক। স্বাগত বক্তব্যে তিনি বাঙালির পিঠা উৎসবের ঐতিহ্য, গুরুত্ব ও এর আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা তুলে ধরেন। উৎসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান, উপাধ্যক্ষ প্রবীর চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক রোকসানা বেগম ও শিক্ষক-কর্মচারীবৃন্দ। বছরের প্রথম দিনটিকে রাঙিয়ে রাখতে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত হয় এ উৎসব। কয়েকজন শিক্ষিকা দক্ষ হাতে তৈরি করেন রকমারী পিঠা। পিঠা উৎসবকে ঘিরে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান মনোমুগ্ধকর হয়ে ওঠে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার মিথ্যাচার করছে
পরবর্তী নিবন্ধঅধ্যাপক চৌধুরী জহুরুল হকের মৃত্যুবার্ষিকী আজ