অক্সিজেনে বৃদ্ধাশ্রমে এক মাসের খাদ্য সামগ্রী প্রদান

৬ রোটারি ক্লাবের উদ্যোগ

| শনিবার , ১৬ মার্চ, ২০২৪ at ৫:১৬ পূর্বাহ্ণ

নগরীর অক্সিজেন শীতল ঝর্ণা আবাসিক এলাকায় একটি বৃদ্ধাশ্রমের জন্য পবিত্র রমজান এক মাসের খাদ্যসামগ্রী প্রদান করেছে ৬টি রোটারি ক্লাব। গতকাল বিকালে ৬ রোটারি ক্লাবের প্রতিনিধি এসব খাদ্যসামগ্রী প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব আগ্রাবাদের রোটারিয়ান এস কে আজিম পিন্টু, রোটারি ক্লাব অব কমার্শিয়াল সিটির রোটারিয়ান মো. ইউনুস, রোটারী ক্লাব অব মেরিন সিটির রোটারিয়ান মো. মাহমুদুন নবী, রোটারী ক্লাব অব চিটাগাং সাউথের সভাপতি রোটারিয়ান ফরহাদ হোসেন, রোটারী ক্লাব অব সাগরিকার সভাপতি রোটারিয়ান আজিজুল ইসলাম বাবুল, রোটারী ক্লাব অব সাগরিকা রোটারিয়ান আজিজুল হক, রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের রোটারিয়ান সাইদুল ইসলাম, রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের সভাপতি রোটারিয়ান নাসিমা আক্তার, রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের রোটারিয়ান এবিএম জায়নুর রশীদ, রোটারিয়ান মো. শহীদুল্লাহ, রোটারিয়ান মো. রাকিবুল ইসলাম, রোটারিয়ান হাসিনা আক্তার লিপি প্রমুখ। এই ৬ ক্লাবের প্রতিনিধিদের উদ্দেশ্যে বৃদ্ধশ্রমের পরিচালক গোলাম রাব্বানী বলেন, বর্তমানে এই আশ্রমে থাকেন ৪০ জন মাবাবা। মূলত ছোটবেলা থেকেই আমার মায়ের নির্যাতন দেখে বড় হয়েছিআর মনে মনে সিদ্ধান্ত নিয়েছি অবহেলিত মায়েদের সেবায় নিজের জীবন উৎসর্গ করবো। আসুন আমরা সবাই সচেষ্ট হই যেন, কোন মায়েরই বৃদ্ধাশ্রমে থাকতে না হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৫ ভরি স্বর্ণালংকারসহ ৩০ লাখ টাকার মালামাল লুট
পরবর্তী নিবন্ধ‘শিল্প এবং সন্তান উভয়ের জন্য সত্য হতে পারছি না’