২৫ ভরি স্বর্ণালংকারসহ ৩০ লাখ টাকার মালামাল লুট

সন্দ্বীপে প্রবাসীর ঘরে ডাকাতি

সন্দ্বীপ প্রতিনিধি | শনিবার , ১৬ মার্চ, ২০২৪ at ৫:১৫ পূর্বাহ্ণ

সন্দ্বীপে বাউরিয়া ৪ নম্বর ওয়ার্ডের এটিএম সামসুল আলমের বাড়ীতে প্রবাসী মনির আকবর বাবরের ঘরে বৃহস্পতিবার রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। কাতার প্রবাসী ভুক্তভোগী মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, সেহেরির আগ মুহুর্তে ৩ টা ১০ মিনিটের সময় ৬ জন ডাকাত ঘরে ঢুকে। তিনি জানান, তাদেরকে মারধর না করা ডাকাতদের অনুরোধ করলে না মেরে মালামাল নিয়ে যায়। এসময় তিনি চাবি দিয়ে দিলে তার মুখমণ্ডল কম্বল দিয়ে ঢেকে ফেলে ডাকাতদলের সদস্যরা। এসময় প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার, ৫ টি মোবাইল সেট ও অন্যান্য বিদেশি মালামাল নিয়ে যায় বলে তিনি জানান।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির আজাদীকে জানান, প্রায় ১৫ থেকে ১৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। এছাড়া ঘটনার সাথে জড়িতদের দ্রুত আটকের জন্য সন্দ্বীপ থানা পুলিশের তৎপরতা অব্যাহত আছে। বাউরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান আজাদীকে জানান, তার ইউনিয়নে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনে তিনি শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ চলে আসেন। তিনি প্রশাসনের কাছে দাবি জানান এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আটকের জন্য।

পূর্ববর্তী নিবন্ধমুজাফরাবাদ কলেজে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধঅক্সিজেনে বৃদ্ধাশ্রমে এক মাসের খাদ্য সামগ্রী প্রদান