লকডাউনে ব্যাংকে লেনদেন আড়াই ঘণ্টা

আজাদী অনলাইন | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৬:০৯ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে প্রতি কর্মদিবসে ব্যাংকে লেনদেন চলবে আড়াই ঘণ্টা।
আজ রবিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অভ অফ-সাইট সুপারভিশনের একটি প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সব ব্যাংকে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, “৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদে দৈনিক ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নির্ধারণ করা হলো। এক্ষেত্রে লেনদেন পরবর্তী কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।”

পূর্ববর্তী নিবন্ধ‘লকডাউনে’ বিধিনিষেধ
পরবর্তী নিবন্ধযেন কাল ঈদের ছুটি