রিভার শাইন রোটারি ক্লাবের উপহার সামগ্রী বিতরণ

| রবিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং রিভার শাইনের উদ্যোগে সম্প্রতি চানঁদগাও গাউছুল আজম সরকারি আরবান ডিসপেন্সারি অডিটোরিয়ামে মাতৃ ও শিশু পরিচর্যা মাস উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নানা আয়োজনে সম্পন্ন হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান তাশকিয়া জহুর চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল গাফফার চৌধুরী। বিশেষ অতিথি ছেলেন আরবান ডিসপেন্সারির মেডিকেল অফিসার ডা. নাসরিন আক্তার, ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রোটারিয়ান রুহেলা খান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান হেফাজুতুন নিছা শিলা, রোটারিয়ান সাব্বির সোলায়মান চৌধুরী। ক্লাব সভাপতি বলেন, রোটারি ক্লাব রিভার শাইন মা ও শিশু পরিচর্যা এবং আলোকিত সমাজ গঠনে কাজ করছে। তিনি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও কম সৌভাগ্যবান ব্যক্তিদেরকে সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান। ক্লাবের পক্ষ থেকে উপহার সামগ্রী গ্রহণ করেন আনু আক্তার, শামিমা সিদ্দিক, সুমি, ফারজানা, কুলসুম, তানিয়া, হাবিবা। শেষে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট গ্রহণ করে সুমাইদা আক্তার, শিফা ইসলাম, রুমানা আক্তার, নাহিদা আলমী মিম, মোনায়েম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে নথি ব্যবস্থাপনা বিষয়ক ওয়ার্কশপ
পরবর্তী নিবন্ধসন্ত্রাস মাদকমুক্ত আধুনিক সন্দ্বীপ গড়বো : মোস্তফা কামাল পাশা