বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারীদের রাজপথেই মোকাবিলা করা হবে

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বিএনপিজামায়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করার মতো যে ধৃষ্টতা দেখিয়েছে, তা দেশদ্রোহিতার শামিল।

এসব কুখ্যাত সন্ত্রাসীদের রাষ্ট্রদ্রোহিতার মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ম্যুরাল ভাঙচুরকারীদের রাজপথেই মোকাবেলা করা হবে, তাদের রেহাই দেয়া হবেনা। গতকাল দোস্ত বিল্ডিং চত্বরে জাতির জনকের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। দেবাশীষ পালিতের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মো. মঈনুদ্দিন, মো. আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন শাহ, আলাউদ্দিন সাবেরী, প্রদীপ চক্রবত্তী, নাজিম উদ্দিন তালুকদার, আ স ম ইয়াছিন মাহমুদ, ফোরকান উদ্দিন আহমেদ, সরোয়ার হাসান জামিল, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, সাহেদ সরোয়ার শামীম, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, মো. মহিউদ্দিন, দিলোয়ারা ইউসুফ, এস এম রাশেদুল আলম, এড. বাসন্তী প্রভা পালিত, হারুন অর রশীদ, সেলিম সাজ্জাদ, রওশন আরা রত্না, এড. জুবাঈদা সরোয়ার নিপা, সাদাত আনোয়ার সাদী প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল দোস্ত বিল্ডিং থেকে শুরু হয়ে স্টেশন রোড, রেল স্টেশন, নিউমার্কেট, কোতোয়ালী হয়ে পুনঃরায় দোস্ত বিল্ডিং চত্বরে এসে শেষ হয়।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, তারুণ্যের সমাবেশের নাম করে সারাদেশে বিএনপি জামায়াত জোট সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তবে তারা জানে না তাদের এ তারুণ্যের সমাবেশের নামে জ্বালাও পোড়াও, সন্ত্রাসী কর্মকান্ড বাংলার মানুষ কখনো মেনে নেবেনা। গতকাল বৃহস্পতিবার আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয় প্রাঙ্গণে বিএনপিজামাতের সন্ত্রাসী কর্তৃক বঙ্গবন্ধুর ছবি ও মুক্তিযুদ্ধের দেয়াল লিখন ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, এড. মির্জা কছির উদ্দিন, প্রদীপ দাশ, এড. জহির উদ্দিন, খোরশেদ আলম, এড. মুজিবুল হক, বোরহান উদ্দিন এমরান, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, বিজয় কুমার বড়ুয়া, মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ, ছিদ্দিক আহমদ বি.কম প্রমুখ। সমাবেশ শেষে এক মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব এসে শেষ হয়।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়াল চিত্র, ম্যুরাল ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আদালত ভবন চত্বরে গতকাল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক আবু মোহাম্মদ হাশেমের সভাপতিত্বে এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব এ.এইচ.এম. জিয়াউদ্দিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মো. মুজিবুল হক, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, .এস.এম. বজলুর রশিদ মিন্টু, অশোক কুমার দাশ, মো. আবদুর রশীদ, মেজবাহ উদ্দিন চৌধুরী, এম..নাসের চৌধুরী, কাজী মুহাম্মদ নাজমুল হক, দিনমনি দে।

দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের মুর‌্যাল ভাঙচুরের প্রতিবাদে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আন্দরকিল্লাস্থ সংগঠনের কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, সহসভাপতি জান্নাত আরা মনজু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শারমিন সুমি, খালেদা আকতার চৌধুরী, পাপড়ি সুলতানা, ববিতা বড়ুয়া, সঞ্চিতা বড়ুয়া, জীবন আরা বেগম, তামান্না সুলতানা, হেলেন রশীদ, কোহিনুর, নাসরিন রাজু, রোকসানা, হাসিনা, রোকেয়া, জাহানারা সিদ্দিকী, পারভীন হাবিব প্রমুখ। সমাবেশ শেষে শামীমা হারুন লুবনা’র নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় হতে চেরাগী পাহাড় মোড়ে এসে শেষ হয়।

মহানগর স্বেচ্ছাসেবক লীগ : সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, নানা ষড়যন্ত্র করে ক্ষমতায় বসতে না পেরে ভাঙা মনোবলের বিএনপি এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর প্রেস ক্লাবের সামনে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুজিদ দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ খান, দেবাশীষ আর্চায্য, তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

মহানগর যুবলীগ : যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল, ছবি ভাংচুরের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ এম এ হাশেম চত্বরে চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সহসভাপতি নুরুল আনোয়ার, বেলায়েত হোসেন বেলাল, আঞ্জুমান আরা, হেলাল উদ্দিন আহমেদ, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, সাখাওয়াত হোসেন সাকু, দিদারুল আলম দিদার, ইসতিয়াক আহমেদ চৌধুরী, সাইফুদ্দীন আহমেদ, দিদার উর রহমান তুষার, গিয়াস উদ্দিন তালুকদার, ইঞ্জি: আবু মোহাম্মদ মহিউদ্দিন, .জে.এম মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী, মনোয়ার উল আলম নোবেল প্রমুখ।

জামালখান ওয়ার্ড ছাত্রলীগ : বঙ্গবন্ধুর ম্যুরাল এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রামাণ্যচিত্র ভাঙচুরের প্রতিবাদে জামালখান ওয়ার্ড ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী মিছিল অনুষ্টিত হয়। মিছিলটি চেরাগী পাহাড় মোড় থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ সমাবেশ রূপ নেয়। সমাবেশে জামালখান ওয়ার্ড ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক অভি রায়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়ের আলম আশিক এবং প্রধান বক্তা ছিলেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম। প্রধান অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু এবং বিশেষ অতিথি ছিলেন নগর ছাত্রলীগের উপসম্পাদক মিনহাজুল আবেদীন সানি। উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক লায়লা শিকদার লিপি, জাবেদ আলিফ, হাবিবউল্লাহ, মাহামুদুল ইসলাম খান মিনহাজ, ওসমান খান, সাদমান ওসমান সাদাফ, ইলিয়াস হোসেন আজবী, রাফসান চৌধুরী, তাজদিদ ওহি হিনান, মোহাম্মদ কায়েস, জাহেদ হাসান তুষার শ্রাবণসহ প্রমুখ।

চান্দগাঁও ৪নং ওয়ার্ড : নগরীর জামালখানে জাতির জনকের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে চান্দগাঁও ৪নং ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: এসরারুল হক এসরাল। এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মেছবাহ উদ্দীন মাঈনু, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সংগঠক মঈন উদ্দীন ফরহাদ, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মেছবাহ উদ্দিন মিশলু, মাহফুজুর রহমান মানিক, সাইফুল মালেক মন্টু, আলমগীর, জুয়েল সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধফেনসিডিল ও গাঁজাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় তালা ভেঙে বসতঘরে চুরি