ফেনসিডিল ও গাঁজাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও ১৭ কেজি গাঁজাসহ ৩ নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব৭। গত বুধবার (১৪ জুন) আকবরশাহ থানাধীন গ্লাসকো এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলোকুমিল্লার চৌদ্দগ্রাম থানার পূর্ব ডিমাতলী গ্রামের মৃত শাহ আলমের মেয়ে রিনা আক্তার নিপু (২০), আবুল কালামের মেয়ে মোছা. তানিয়া বেগম (২০) ও মৃত সোলায়মানের মেয়ে রাবেয়া বেগম (২৫)

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসযোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা নিয়ে কয়েকজন মাদক কারবারি চট্টগ্রামের দিকে আসছে, এমন খবরে র‌্যাব৭ এর আভিযানিক দল আকবর শাহ থানাধীন গ্লাসকো এলাকায় ঢাকাচট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশি শুরু করে। এ সময় একটি বাসকে থামিয়ে সন্দেহজনক তিন মহিলাকে আটক করে র‌্যাব। পরবর্তীতে আটককৃত আসামিদের হেফাজতে থাকা ব্যাগ থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরা চৌধুরী
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারীদের রাজপথেই মোকাবিলা করা হবে