দেশে সাত জনের মৃত্যু চট্টগ্রামে আক্রান্ত ৩০

| বুধবার , ৬ জুলাই, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

দেশে গত এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা এবং মৃত্যু কিছুটা কমে এলেও নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ১১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৯৯৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন ১৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২ হাজার ২৮৫ রোগী শনাক্ত হয়েছিল। গত এক দিনে দেশে ৭ জন কোভিড রোগীর মৃত্যুর খবর এসেছে। সোমবার ১২ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল গত ৫ মার্চের পর সর্বোচ্চ। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৭৯টি নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৫ শতাংশ। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।

গতকাল মঙ্গলবার নমুনা পরীক্ষার বিপরীতে দেশে শনাক্তের হার বেড়ে ১৬ দশমিক ৭৪ শতাংশ হয়েছে, যা সোমবার ১৬ দশমিক ৫১ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় ৪৯৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন।

নতুন শনাক্ত ২ হাজার ২৮৫ জনের মধ্যে ১ হাজার ৩৬৩ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের মোট ৫৫টি জেলায় গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে। গত এক দিনে যে ৭ জনের মৃত্যু হয়েছে, তাদের সবাই পুরুষ। তাদের ৬ জন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতদের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের, একজন রাজশাহী বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত ২৬ জন নগর এলাকার এবং ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪৭৪ জন। এর মধ্যে নগরের ৯২ হাজার ৮৩৮ জন এবং উপজেলার ৩৪ হাজার ৬৩৬ জন। মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৫ জনের মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বৌদ্ধ বিহার থেকে শ্রামণের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধকিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার