চসিকের একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৭ জন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:১৮ পূর্বাহ্ণ

এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রদত্ত ‘মহান একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার ২০২৩’ পাচ্ছেন ১৭ জন। আজ মঙ্গলবার সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে আয়োজিত বইমেলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে স্মারক সম্মাননা পদক ও পুরস্কার হস্তান্তর করবেন।

 

সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার এর জন্য মনোনীতরা হলেনশিল্প উন্নয়ন ও সমাজসেবায় এ. কে. খান (মরণোত্তর), সাংস্কৃতিতে বুলবুল চৌধুরী (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে মৌলভী সৈয়দ আহমদ (মরণোত্তর), ভাষা আন্দোলনে মোহাম্মদ এজাহারুল হক (মরণোত্তর), শিক্ষায় শাফায়েত আহমদ সিদ্দিকী (মরণোত্তর), সংবাদপত্র শিল্পের বিকাশ ও মানোন্নয়ন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চিকিৎসায় ডা. পি বি রায় এবং ডা. শমীরুল ইসলাম বাবু (মরণোত্তর), সাংবাদিকতায় নূরুল আমিন, ক্রীড়ায় আশীষ ভদ্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও গবেষণায় আনোয়ার হোসেন পিন্টু, কবিতায় খালিদ আহসান (মরণোত্তর) এবং রিজোয়ান মাহমুদ, প্রবন্ধ ও গবেষণায় আনোয়ারা আলম, কথাসাহিত্যে আজাদ বুলবুল, শিশুসাহিত্যে উৎপল কান্তি বড়ুয়া এবং জসীম মেহবুব।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২
পরবর্তী নিবন্ধহালিশহরে ব্যাটারি রিকশার ধাক্কায় বাইক আরোহী শিক্ষার্থীর মৃত্যু