কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ৪:২৩ অপরাহ্ণ

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নাম পরিচয়হীন এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ এপ্রিল) গভীর রাতে কাপ্তাই নৌবাহিনী সড়কে।

ঐ নারীর বয়স আনুমানিক ৪০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বন বিভাগ, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ এবং দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে ছুটে যান।

এসময় সড়কের বিভিন্ন স্থানে ঐ নারীর শরীরের ছিন্নভিন্ন অংশ পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে মানসিক প্রতিবন্ধী ঐ নারী বুধবার রাতে কাপ্তাই নৌবাহিনী সড়কে একা হাঁটছিলেন। এসময় সড়কের উপর ১৫ থেকে ২০টি বন্যহাতি অবস্থান করছিল। হঠাৎ মানসিক প্রতিবন্ধী ঐ নারী বন্যহাতির মুখোমুখি পড়ে যায়। এসময় একটি হাতি ঐ নারীকে শুড় দিয়ে পেঁচিয়ে ধরে আছাড় মারে এবং হাত পা মাথা ছিন্নভিন্ন করে ফেলে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, বুধবার সারাদিন বৃষ্টি হয়। বৃষ্টির কারণে বন্যহাতির দল রাস্তার উপর উঠে আসে। মানসিক প্রতিবন্ধী ঐ নারী হাঁটার সময় হঠাৎ বন্যহাতির সামনে পড়লে ঐ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে কাপ্তাই নৌ বাহিনী সড়কে এর আগেও আরো তিন জিন মানসিক প্রতিবন্ধী বন্যহাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করে। এছাড়াও গত ৬ বছরে কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণের কবলে পড়ে ১৭ জন মৃত্যু বরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকে থাকছে না সমাপনী পরীক্ষা : প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অজগর উদ্ধার, পরে অবমুক্ত