বোয়ালখালী উপজেলা আহলে সুন্নাত নেতা মাওলানা আবু নাছের জিলানীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবিতে মানববন্ধন ও র্যালি করেছে কর্ণফুলী উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমাআত।
গতকাল শুক্রবার বিকেলে কর্ণফুলী মইজ্জ্যারটেক চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠক মনজুরুল আলম মনজু। প্রধান অতিথি ছিলেন এইচ এম নাসির উদ্দিন। আহলে সুন্নাত নেতা মাওলানা আবু ছাদেক রিজভি মানববন্ধন সঞ্চালনা করেন। বক্তারা অবিলম্বে কারাগারে থাকা মাওলানা আবু নাছের জিলানীকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন গাজী মাওলানা ইসহাক, মাস্টার মুজিবুল হক, নূর আহমদ, শাহেদ নূর, লিয়াকত আলী, মাওলানা মুহাম্মদ ইবরাহিম, মাওলানা জমির উদ্দিন, মাওলানা সাদ্দাম রেজা চিশতি, নুরুল আবছার আজাদ, মাওলানা আবদুল আলিম কাদেরী, এইচ এম ফারুক, মাওলানা মঈনুদ্দিন আহসানি, মাওলানা হাসানুল হক নঈমী, মাওলানা ইরফানুল হক, মাওলানা কামাল উদ্দিন, ছাত্রনেতা হাসান এমরান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











