লায়ন্স ক্লাব অফ চিটাগাং শতাব্দীর দায়িত্ব হস্তান্তর

| রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৮:১২ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অফ চিটাগাং শতাব্দীর দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান গত শুক্রবার নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ক্লাব প্রেসিডেন্ট লায়ন আজিজুর রহমান ও দ্বিতীয় পর্বে ২০২২-২৩ সেবা বর্ষের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান সভাপতিত্ব করেন। সভায় ২০২২-২৩ সেবা বর্ষের নবনিযুক্ত অফিসারদের অভিষিক্ত করা হয় এবং ক্লাবের গংবেল হস্তান্তরের মাধ্যমে দায়িত্ব অর্পণ করা হয়।
ক্লাব সেক্রেটারি লায়ন এজিএম কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিও চেয়াপারসন লায়ন আনিসুল হক চৌধুরী, জোন চেয়াপারসন লায়ন সাইফুল আলম পাটোয়ারী, লায়ন ওমর ফারুক সাগর। আরও উপস্থিত ছিলেন ক্লাব ট্রেজারার লায়ন ওসমান সরওয়ার, ১ম সহ সভাপতি লায়ন কাজী মো. শাহাবউদ্দিন, ২য় সহ সভাপতি লায়ন মো. আরমানুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি লায়ন আরিফুল হক চৌধুরী, জয়েন্ট ট্রেজারার লায়ন শাহরিয়ার জীবন, টেমার লায়ন মো. নুর নবী, টেইল টুইস্টার লায়ন জাহেদ আলী, ক্লাব লিডারশিপ চেয়ারপারসন ডা. আবু সায়েম মো. ওমর ফারুক, ক্লাব মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন জেসমাইন সুলতানা নীলা, ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন আবু হাসান, ক্লাব মার্কেটিং এন্ড কমিউনিকেশন চেয়ারপারসন লায়ন আবু সালেহ, লায়ন তানিয়া নাসরিন, লায়ন মো. রফিকুল ইসলাম রাসেল, লায়ন আব্দুল আওয়াল সরকার, লায়ন ডা. নাজমুন নাহার, লায়ন রায়হান উদ্দিন, লায়ন মোস্তাফিজুর রহমান, লায়ন মো. মনিরুজ্জামান ভুঁইয়া। সভায় ১০ জন নতুন মেম্বারকে শপথবাক্য পাঠ করান জেলা গভর্নর, সাথে সাথে লায়ন্স ক্লাব অফ চিটাগাং শতাব্দীর পাঁচ বছর পূর্তী কেক কেটে উদযাপন করা হয়। সভা শেষে সকল সদস্যদের মাঝে আইডি কার্ড, টি-শার্ট ও রেড স্ন্যাপার রেস্টুরেন্টের প্রিভিলেজ কার্ড বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার অনগ্রসর জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে
পরবর্তী নিবন্ধজ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের আহ্বান