সরকার অনগ্রসর জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে

প্রশিক্ষণ সমাপনীতে সমাজকল্যাণ সচিব

| রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৮:১২ পূর্বাহ্ণ

সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, সরকার অনগ্রসর জনগোষ্ঠীর বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। তিনি ৫ আগস্ট নগরীর মুরাদপুরস্থ জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম আয়োজিত অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বৃত্তিমূলক প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে সনদ ও চেক বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম,অতিরিক্ত পরিচালক মোস্তাকুর রহিম খান ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য এস.এম মোর্শেদ হোসেন। শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক মো. ফরিদুল আলম। প্রধান অতিথি বলেন, সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন এরই ধারাবাহিকতায় সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বৃত্তিমুলক প্রশিক্ষণের আয়োজন করেছে। যাতে অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষ হতে বক্তব্য দেন লক্ষী দাশ। ৫০ দিনব্যাপি সামাজিক সুরক্ষা ও কর্মমুখী ট্রেনিং এ ৫০ জন অংশগ্রহণ করে । অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা বাবদ ২০০০০ টাকা ও প্রশিক্ষণোত্তর এককালীন আর্থিক সহায়তা ১০০০০ টাকা করে মোট ১৫ লক্ষ টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারি পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, মোহাম্মদ কামরুল পাশা ভুঁইয়া, মোহাম্মদ ওয়াহীদুল আলম, মো.আফতাব উদ্দিন চৌধুরী, শাহনাজ পারভীন, মো.আশরাফ উদ্দিন, যোবায়ের আলম,পারুমা বেগম, মো. সোহানুর মোস্তফা শাহরিয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগান কবিতা কথামালায় নিবেদন শিল্পী সংসদের শ্রাবণ সন্ধ্যা
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অফ চিটাগাং শতাব্দীর দায়িত্ব হস্তান্তর