জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের আহ্বান

বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আজাদী ডেস্ক | রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অবিলম্বে গণবিরোধী এ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি দাবি জানান।
বাসদ : জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদ জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। নগরীর কাজির দেউড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশে অবিলম্বে গণবিরোধী এ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি দাবি জানান বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনীষা চক্রবর্তী, জেলা সদস্য মহিন উদ্দিন, আহমদ জসিম ও রায়হান উদ্দিন।বক্তারা বলেন, বিশ্ববাজারে যখন তেলের দাম নিম্নমূখী প্রবণতায় রয়েছে, তখন তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কৃষি, শিল্প, পরিবহনসহ সব ক্ষেত্রে ব্যয় বাড়িয়ে দেবে, আর সাধারণ মানুষের জীবন-জীবিকার সংকট আরও বেশী দুর্বিসহ করে তুলবে। বক্তারা আরও বলেন, জনগণের সিদ্ধান্তের বাইরে গিয়ে এবং বিরোধী দলের প্রতি দমন নিপীড়ন চালিয়ে অতীতে কোন শাসকই রেহাই পায়নি উল্লেখ করে বাসদ নেতারা সরকারকে হুঁশিয়ারি দেন। বক্তারা তেল, সার ও পানি, পরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জনগণকে রাজপথে নেমে আসার আহবান জানান।
সিপিবি : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখা। সভায় সিপিবি নেতারা বলেছেন, দুর্নীতি-লুটপাট, টাকা পাচার ঠেকাতে ব্যর্থ সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এ সরকার জনগণের ভোটের তোয়াক্কা করে না। হঠাৎ করে জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেয়ার ফলে প্রায় ৫০ লাখ মানুষ দারিদ্রসীমার নিচে চলে যাবে। চলমান দুঃশাসনের অবসান না হলে জনগণের মুক্তি হবে না। গতকাল শনিবার নগরীর সিনেমা প্যালেস চত্বরে সিপিবি জেলার বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহা। সিপিবি জেলার সহকারী সাধারণ সম্পাদক নূরুচ্ছাফা ভূ্‌ঁইয়া’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, নারীনেত্রী রেখা চৌধুরী, সিপিবি দক্ষিণ জেলার সহকারী সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন সাইফু, রাশিদুল সামির প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল
মহানগর যুবদল : সব ধরনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল শনিবার চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির নেতৃত্বে তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল বের করে চট্টগ্রাম মহানগর যুবদল। মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। এসময় তিনি জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে, পূর্বের মূল্য বহাল রাখার দাবি জানান। মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোলের মূল্যবৃদ্ধির কারণে বেকারত্ব সমস্যা আরও প্রকট হবে।
পরে এক বিক্ষোভ মিছিল নগরীর কাজীর দেউড়ী এম এ আজিজ স্টেডিয়াম মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, মো. জাহাঙ্গীর আলম, আবদুল করিম, আবদুল গফুর বাবুল, সাহাব উদ্দিন হাসান বাবু, মোহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, অরূপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, মোশাররফ হোসাইন, হুমায়ুন কবীর, মো. সেলিম, আবদুল হামিদ পিন্টু, তৌহিদুল ইসলাম রাসেল, রাজন খান, হেলাল হোসেন, আসাদুর রহমান টিপু, জাহাঙ্গীর আলম বাচা, জাফর আহমদ খোকন, নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মহিউদ্দিন মুকুল, আসাদুজ্জামান রুবেল, নুরুল আমিন, আতিকুর রহমান, কমল জ্যোতি বড়ুয়া, মো. মনজুর আলম মনজু, মো. সাহেদুল ইসলাম, হামিদুল হক, আনোয়ার হোসেন, ফারুক হোসেন স্বপন, গুলজার হোসেন মিন্টু, জাহাঙ্গীর আলম বাবু, হোসেন-উজ-জামান, ইব্রাহিম খান, মিজানুর রহমান দুলাল, মিফতাহ উদ্দিন শিকদার টিটু, মো. ইউসুফ, জাহাঙ্গীর আলম মানিক, মো. বেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন, গিয়াস উদ্দিন টুনু, বজল আহমেদ, শফিউল আজম, মোশাররফ আমিন সোহেল, লতিফুল বারী সুমন, মাহাবুব খান জনি, আবদুস সাত্তার, আজিজ চৌধুরী, মঞ্জুরুল আলম মঞ্জু, শওকত খান রাজু, তাজ উদ্দিন তাজু, মো. মুসা, হাবিবুল্লাহ খান রাজু, সারোয়ার হোসেন, শেখ রাসেল, মো. ইয়াছিন, মো. নূর খান, সাইফুল ইসলাম রুবেল, খালেদ সাইফুল্লাহ, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, মোর্শেদ কামাল, ইউনুস মুন্না, শাহেদ হোসেন খান পারভেজ, দেলোয়ার হোসেন ফরহাদ, আনোয়ার হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অফ চিটাগাং শতাব্দীর দায়িত্ব হস্তান্তর
পরবর্তী নিবন্ধগার্মেন্টস শিল্পের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স