গার্মেন্টস শিল্পের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স

| রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

ইন্সটিটিউট অফ অ্যাপারেল ম্যানেজমেন্টে, বিজিএমইএ, ও এস ই আই পি এর যৌথ উদ্যোগে গার্মেন্টস শিল্পের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স গত ৫ আগস্ট (১৮ তম ব্যাচ) উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন গার্মেন্টস এবং বায়িং হাউজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ পোশাকশিল্পের মিড লেভেল ম্যানেজমেন্টের দক্ষতা এবং শিল্পের উৎপাদশীলতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এই পর্যন্ত প্রায় ৩৫০০ এর বেশি ছাত্র ছাত্রী এই প্রতিষ্ঠান হতে বিনামূল্যে প্রশক্ষণ নিয়েছে। ইন্সটিটিউট অব এপারেল ম্যানেজমেন্ট যাত্রার শুরু থেকেই পোশাকশিল্পের মিড লেভেল ম্যানেজমেন্টের দক্ষতা বৃদ্ধি এবং শিল্পের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশক্ষণ দিয়ে আসছে। এর মধ্যে এপারেল মার্চেন্ডাইজিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কোয়ালিটি ম্যানেজমেন্ট, প্যাটার্ন ম্যাকিং এবং সাপ্লাই চেইন অন্যতম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের আহ্বান
পরবর্তী নিবন্ধকমার্স কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল