আফগানিস্তানে বিবিসির তিন ভাষার বুলেটিন বন্ধ করল তালেবান

আজাদী অনলাইন | সোমবার , ২৮ মার্চ, ২০২২ at ৬:৫২ অপরাহ্ণ

আফগানিস্তানে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)-এর তিনটি ভাষার বুলেটিন বন্ধ করে দিয়েছে তালেবান।

বিবিসি’র ওয়ার্ল্ড সার্ভিসের ভাষা প্রধান তারিক কাফালা রবিবার এক বিবৃতিতে বলেন, “তালেবানের নির্দেশ আসার পর আফগানিস্তানে পশতু, ফারসি এবং উজবেক ভাষার বিবিসি টিভি নিউজ বুলেটিন বন্ধ করে দেওয়া হয়েছে।”

আফগানিস্তানের মানুষ অনিশ্চয়তা এবং সংকটের মধ্যে থাকার এই সময়ে এমন সিদ্ধান্ত ‘খুবই উদ্বেগজনক’ উল্লেখ করে তিনি বলেন, সম্প্রচার বন্ধ হওয়ায় ওই তিন ভাষার ৬০ লাখেরও বেশি আফগান সংবাদ সেবা থেকে বঞ্চিত হবেন।

তালেবানকে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করারও আহ্বান জানান কাফালা। তিনি বলেন, “এই লাখ লাখ আফগান, যারা প্রতি সপ্তাহে বিবিসি নিউজ দেখেন, তাদেরকে বিবিসি’র পক্ষপাতহীন সাংবাদিকতা থেকে বঞ্চিত না করা জরুরি। আমরা তালেবানকে সিদ্ধান্ত প্রত্যাহার করা এবং অবিলম্বে আমাদের টিভি পার্টনারদের বিবিসি-র নিউজ বুলেটিন দেখানোর সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি।”

বিবিসি জানিয়েছে, অন্যান্য আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমের মধ্যে তালেবানের নির্দেশে বন্ধ হয়েছে ভয়েস অব আমেরিকা, জার্মানির ডয়চে ভেলে এবং চায়না গ্লোবাল টিভি নেটওয়ার্কও।

তালেবান গত বছর অগাস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পরই বহু মানবাধিকার গোষ্ঠী এবং সাংবাদিকরা দেশটিতে বাকস্বাধীনতার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

জাতিসংঘ আফগানিস্তানে কয়েকজন সাংবাদিক আটকের ঘটনার সমালোচনাও করেছে।

তালেবান যদিও নতুন করে ক্ষমতা দখলের পর বলেছিল, আগের বারের তুলনায় এবার তারা তাদের শাসন ব্যবস্থায় কিছু পরিবর্তন আনবে। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই।

আফগানিস্তানের জাতিসংঘ মিশন বিবিসি নিউজ বুলেটিন সম্প্রচার বন্ধ করে দেওয়ার পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

তালেবানের নির্দেশ আসার আগে বিবিসি প্রতিদিন আফগান স্টেশনে আধঘন্টা পাস্তো ভাষার বুলেটিন প্রচার করাসহ সপ্তাহে ৫ দিন ১৫ মিনিটের উজবেক এবং সপ্তাহে ৫ দিন দৈনিক ৬০ মিনিটের পারসি ভাষার প্রোগ্রাম সম্প্রচার করত।

পূর্ববর্তী নিবন্ধসেই আকিবের মাথায় দ্বিতীয় অস্ত্রোপচার
পরবর্তী নিবন্ধ২১ দোকানদারকে ৫৭ হাজার টাকা জরিমানা