সেই আকিবের মাথায় দ্বিতীয় অস্ত্রোপচার

আজাদী অনলাইন | সোমবার , ২৮ মার্চ, ২০২২ at ৫:৩৯ অপরাহ্ণ

পাঁচ মাস আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহাদি জে আকিবের মাথার খুলির হাড়ের অংশ প্রতিস্থাপন করা হয়েছে।

আজ সোমবার (২৮ মার্চ) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের তত্ত্বাবধানে আকিবের মাথায় দ্বিতীয় এ অস্ত্রোপচার করা হয়। তার প্রথম অস্ত্রোপচার হয়েছিল গত ৩০ অক্টোবর।

আকিবের মস্তিস্কে অস্ত্রোপচারকারী চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী বলেন, “সকাল ৯টা থেকে বিকেল ৩টা ১০ মিনিট পর্যন্ত অপারেশন করেছি। সফলভাবে মাথার খুলির হাড়টি প্রতিস্থাপন করা হয়েছে। এখন তাকে পোস্ট অপারেটিভ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

চমেক ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে কলেজের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে মারামারি হয় ২৯ অক্টোবর রাতে। এর জের ধরে পরদিন ৩০ অক্টোবর দুপুরে আবার সংঘর্ষ হয়।

সেদিন আকিবকে ক্যাম্পাসের অদূরে পপুলার ডায়গনস্টিক সেন্টারের সামনে একা পেয়ে ধারালো অস্ত্র, স্ট্যাম্প, রড, ছুরি ও কাঁচের বোতল নিয়ে তার ওপর হামলা চালানো হয় বলে তার পক্ষের নেতাকর্মীদের দাবি।

এতে মাথার ডান দিকে গুরুতর আঘাত পান আকিব। প্রথম অস্ত্রোপচারের সময় তার মাথার খুলির একটি অংশ খুলে পেটের চামড়ার নিচে রাখা হয়েছিল।

প্রথম অস্ত্রোপচারের পর ডা. নোমান খালেদ চৌধুরী জানিয়েছিলেন, কৃত্রিম ‘ডুরামেটার’ দিয়ে মস্তিকের পর্দা তৈরি করা হয়। হাড়টা তখন সেখানে দেওয়া যায়নি। দিলে মস্তিকের ওপর চাপ তৈরি হবে। সেজন্য সেটা বের করে নিয়ে পেটের চামড়ার নিচে আলাদা করে রাখা হয়।

প্রথম অস্ত্রোপচারের ১৯ দিন পর গত বছরের ১৮ নভেম্বর বাড়ি ফিরে যান আকিব।

পূর্ববর্তী নিবন্ধতারকা মডেলদের অংশগ্রহণে ফ্যাশন শো অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে বিবিসির তিন ভাষার বুলেটিন বন্ধ করল তালেবান