ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিশ্বসম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহবান গাউসিয়া কমিটির

| শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১১:১১ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের এক জরুরি সভায় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ বলেন, স্বাধীন ফিলিস্তিনের বেসামরিক নাগরিক, শিশু ও নারীদের উপর নির্বিচারে বিমানট্যাঙ্ক থেকে বোমা হামলা করে হত্যাকাণ্ড চালিয়ে ইহুদীবাদী ইসরাইল যুদ্ধাপরাধ সংঘটিত করছে। তারা জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাফায় ফিলিস্তিনিদের আশ্রয়স্থলে হামলা করে আবারও প্রমাণ করেছে ইসরাইল মানবতা বিরোধী হিংস্র পশুত্বকে হার মনিয়েছে। এদের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে। গত ৭ মে সন্ধ্যায় নগরীর দিদার মার্কেটস্থ কার্যালয়ে ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণার লক্ষ্যে আয়োজন করা হয় জরুরি সভা। সভায় দেশ ও বিদেশের সকল সাংগঠনিক শাখাগুলোকে ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন করার আহবান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার
পরবর্তী নিবন্ধবিমান ঘাঁটিতে স্কোয়াড্রন লিডার আসিমের দ্বিতীয় জানাজা সম্পন্ন