সাতকানিয়ায় বন্যাদুর্গত পরিবারের পাশে রোটারি ক্লাব অফ চট্টগ্রাম এরিস্টোক্রেট

| শনিবার , ১২ আগস্ট, ২০২৩ at ১০:১৯ অপরাহ্ণ

প্রবল বর্ষণে পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৫০০ পরিবার পেলো রোটারি ক্লাব অফ চট্টগ্রাম এরিস্টোক্রেটের সহায়তা।

গতকাল শুক্রবার (১১ আগস্ট) উপজেলার কাঞ্চনা এলাকায় বন্যাদুর্গত এই অসহায় পরিবারগুলোর হাতে ত্রাণ পৌঁছে দেন ক্লাবের সদস্যরা।

‘পাশেই আছি’ এই স্লোগানকে সামনে রেখে বন্যাদুর্গত এলাকায় আটকে পড়া লোকদের নৌকার মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দেন রোটারেক্টরা। সহায়তার মধ্যে ছিল শুকনো খাবার ও কাপড়।

রোটারিয়ান সরোজ বড়ুয়া বলেন, “পাশেই আছি’এই প্রত্যয়ে আমরা চেষ্টা করেছি কিছু পরিবারকে সহযোগিতা করার। এটা হয়তো খুবই সামান্য কিন্তু তারপরও আমরা সামিল হতে চেয়েছি মানবতার জন্য, পাশে থাকার জন্য। বন্যাদুর্গতদের জন্য রোটারেক্টর ভাইদের চেষ্টা ছিল অদম্য। যাদের মাধ্যমে আমরা আমাদের এই ছোট্ট ইচ্ছাটা পরিপূর্ণ করতে পেরেছি।”

এ ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন রোটারি ক্লাব অফ চট্টগ্রাম এরিস্টোক্রেটের প্রেসিডেন্ট রোটারিয়ান সাদমান সাইকা সেফা ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এসএম মুহিবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট সরোজ বড়ুয়া।

এতে আরো সহযোগিতা করেন রোটারেক্টর মাহমুদ উল্লাহ, জয় দে, ইলিয়াস উদ্দিন আকাশ, ইকরামুল হক রাজু, ইসলাম রাফি।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ উৎপাদনে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা