কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের যুগ প্রতিনিধি

নজরুল জন্মজয়ন্তীতে বক্তারা

| সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:০২ পূর্বাহ্ণ

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য’ শীর্ষক আলোচনা সভা প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছিল কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সংগীত, আবৃত্তি, নৃত্য ও কথামালায় স্মরণ মনন ও শ্রদ্ধা নিবেদন। ছাত্রী পুনম চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় শংকর চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম। তিনি বলেন, যে বিদ্রোহী কবিতার জন্য নজরুল ‘বিদ্রোহী কবি’ হিসেবে আখ্যায়িত হন সেই কবিতাতেই তিনি বলেছেন ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য’। মূলত: নজরুল সাহিত্য ধারায় দ্রোহের পাশাপাশি প্রেমের অপূর্ব সম্মিলন ঘটেছে। তিনি আরো বলেন,কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের যুগ প্রতিনিধি। বাংলা সাহিত্য সমৃদ্ধ কবির রচনায়। আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, প্রকাশ ঘোষ প্রমুখ। সংগীত, আবৃত্তি এবং নৃত্য পরিবেশনায় ছিলেন রাজশ্রী চৌধুরী, অদিতি বিশ্বাস, সৃষ্টি চৌধুরী, ইসরাত জাহান, প্রতিমা বিশ্বাস, পূজা দাশ, অপর্ণা বিশ্বাস, স্নেহা চৌধুরী, মিথিলা শীল, দীঘি চৌধুরী, হৈমন্তী দেবী, অনন্যা চৌধুরী, ত্রিবেণী চক্রবর্তী ও বিজয়া চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর নবগঠিত কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি স্যোশিওলজি বিভাগের বরণ ও বিদায়