অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর নবগঠিত কমিটির অভিষেক

| সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:০২ পূর্বাহ্ণ

বায়েজিদ থানাস্থ কুঞ্জছায়া আবাসিকে মৈত্রী আবাসনে অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নিজস্ব অফিসের উদ্বোধন ও অভিষেক অনুষ্ঠান গত শুক্রবর বিকেলে অনুষ্ঠিত হয়। এতে শপথ বাক্য পাঠ করান অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক লায়ন রুপম কিশোর বড়ুয়া। পৃথ্বীশ বড়ুয়া শুভ ও এডভোকেট জিকো বড়ুয়ার সঞ্চালনায় প্রফেসর ডা: প্রভাত চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন, অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী একটি ভিন্ন ধারার সংস্কৃতিচর্চা কেন্দ্র। আনোমার দীর্ঘ ৪৫ বছরের পথ চলায় ঘুণে ধরা সমাজকে আলোকিত করতে অনন্য ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেনবাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের ট্রাস্ট বোর্ড চেয়ারম্যান প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সাবেক সভাপতি প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, বিশিষ্ট সমাজ ব্যক্তিত্ব ও সংগঠক দোলন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের প্রসিডেন্ট সিদ্ধার্থ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাধারণ সম্পাদক অমরেশ বড়ুয়া চৌধুরী, সীবলী সংসদের সভাপতি বিকাশ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির সভাপতি সঞ্চিতা তালুকদার, বায়েজিদ থানা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার কমিটির কার্যকরী সভাপতি অধ্যাপক সুদত্ত বড়ুয়া মুৎসুদ্দী ও প্রাক্তন সাধারণ সম্পাদক কবি বিশ্বপ্রতাপ বড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দ।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন নব নির্বাচিত মহাসচিব তুষার কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু সৈনিক লীগ মহানগর শাখার সভা
পরবর্তী নিবন্ধকাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের যুগ প্রতিনিধি