সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়িচালনা

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:৪৭ অপরাহ্ণ

সাতকানিয়ায় রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন ডাম্পার ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেল চালানোর অপরাধে ৮ জনকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) কেরানীহাট-গুনাগরি সড়কের কাঞ্চনা ফুলতলা ও এওচিয়ার ছনখোলা এলাকায় এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

জানা যায়, সম্প্রতি সড়কে রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন চলাচল বৃদ্ধির বিষয়ে তথ্যের ভিত্তিতে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী কেরানীহাট-গুনাগরি সড়কের কাঞ্চনা ফুলতলা বাজার ও এওচিয়ার ছনখোলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে মো. শাহেদকে ১ হাজার টাকা, মো. খুরশিদকে ২ হাজার টাকা, সাজ্জাদ হোসেনকে ৫শ’ টাকা, নজরুল ইসলামকে ৫শ’ টাকা, আবদুল শুক্কুরকে ১ হাজার টাকা, দেলোয়ার হোসেনকে ২ হাজার টাকা, নুরুল কবিরকে ১ হাজার টাকা ও ওয়াহিদুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় আহত শিশুকে ট্রাক পেছনে নিয়ে পিষে মারার অভিযোগ
পরবর্তী নিবন্ধবর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে