শাহ আমানতে সিগারেটের প্যাকেটে ৭০ লাখ টাকার ৭ স্বর্ণের বার

| শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১১:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের বাথরুমের কমোডে ৭টি সোনার বার পাওয়া গেছে। যার ওজন ৮১৬ গ্রাম। যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।

শুক্রবার (১০ মে) রাত ৯টা ২০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যৌথ অভিযান চালিয়ে এসব সোনার বার উদ্ধার করে।

জি৯-৫২০ ফ্লাইটে আসা কোনো যাত্রী নিয়ে এসব স্বর্ণের বার নিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একজন নিরাপত্তা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনি ১ নম্বর কনভেয়ার বেল্টের পাশের ওয়াশরুমের ঝুড়িতে একটি সিগারেটের প্যাকেটে স্বর্ণগুলো ছিল। একটি সোনার বারের দাম প্রায় ১০ লাখ টাকা। সে হিসেবে ৭টি বারের দাম ৭০ লাখ টাকা।

পূর্ববর্তী নিবন্ধদরজা বা জানালার গ্রিল কেটে বাসাবাড়িতে ঢুকে পড়ে চক্রটি
পরবর্তী নিবন্ধবন্দর এলাকায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত