বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে

সাতকানিয়ায় অভিভাবক সমাবেশে মফিজুর রহমান

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, “আওয়ামী লীগ শিক্ষাবান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। দেশের প্রায় সবক’টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়েছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার। স্কুল, কলেজ ও মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন এবং মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থী ও তাদের মায়ের মুঠোফোনে পাঠানো হচ্ছে উপবৃত্তির টাকা। স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, জাতীয়করণ ও শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।”

তিনি আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ আংগুর, সদস্য মাষ্টার ফরিদুল আলম, রূপ কুমার নন্দী খোকন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবদুল আলিম, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মৃদুল কান্তি, দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল, ধর্ম বিষয়ক সম্পাদক মাহামুদুর রহমান, সদস্য আবুল কালাম, চেয়ারম্যান লিয়াকত আলী, রমজান আলী, আওয়ামী লীগ নেতা জানে আলম জামাল, আসাদুজ্জামান জনি, শফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নুরুন নবী, মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ শফিকুল ইসলাম, যুবলীগ নেতা আনুসুর রহমান ও সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, এস এম আজিজ, হাজী নুরুল হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু ছালেহ শান, ছাত্রলীগ নেতা মিনহাজুল আবেদীন মুন্না, সাইফুদ্দীন খালেদ, মো: ইদ্রিস, মো. এমরান, আবু জাহেদ, তৌহিদ, কাইছার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, আটকা দেড় শতাধিক পর্যটক