যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইউরোপীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যাত্রা

| সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ১১:২১ অপরাহ্ণ

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে স্থানীয় রাসফোর্ড পার্কে ম্যানচেস্টারে বসবাসরত বাংলা ভাষাভাষীদের সাহায্য ও সহযোগিতা করার লক্ষ্যে ইউরোপীয়ান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যাত্রা শুরু হয়েছে গত ২ জুলাই রবিবার।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরমান উদ্দীন শিকদারের সঞ্চালনায় ও সভাপতি আলী আহমেদ শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল মসজিদের চেয়ারম্যান আশিক মিয়া।

তিনি বলেন, “কমিউনিটির উন্নয়নের লক্ষ্যে যে উদ্বেগ গ্রহণ করা হয়েছে তা প্রশংসনীয়। আশা করি আপনাদের এই লক্ষ্য অর্জনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।”

এতে আরো বক্তব্য রাখেন শাহজালাল মসজিদের ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ চৌধুরী, ম্যানচেস্টার সিটি কর্পোরেশন-এর ডেপুটি লিডার লুৎফুর রহমান ওবিই, রোজ গ্রুপের সেক্রেটারি দলা মিয়া, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশন-এর প্রতিনিধি কামাল আহমেদ, চট্টগ্রাম সমিতির সভাপতি মহিউদ্দিন হোসেন, ওয়ার্ক ফর স্মাইল-এর চেয়ারম্যান মো. খায়রুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি দীন মো. বেপারী, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, মোহাম্মদ আলম, আইয়ুব আলী, জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক আবুল কায়েস, শেখ হাসান, মো. রবিন, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, বুলবুল আহমেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু
পরবর্তী নিবন্ধঅস্ত্র মামলায় যুবদল নেতা নওশাদ রিমান্ডে