সামান্য বৃষ্টিতেই ডুবছে নগর

আজাদী অনলাইন | শনিবার , ২১ মে, ২০২২ at ১১:৫৯ পূর্বাহ্ণ

সামান্য বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর কিছু কিছু এলাকা হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে যায়। এ জলাবদ্ধতার কারণে সড়কে যান চলাচল কমে যায়। ফলে নগরবাসীকে পড়তে হয় চরম দুর্ভোগে।

আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক ঘণ্টার বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগের ওপর নগরবাসী ক্ষুব্ধ। তবে এ জলাবদ্ধতার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরস্পরকে দুষছে।

আগে যেখানে বৃষ্টি থেমে যাওয়ার পরপরই পানি নেমে যেতো সেখানে এখন বৃষ্টি শেষ হওয়ার দুই তিন ঘণ্টা পরও পানি নামছে না। বৃষ্টির দুই ঘণ্টা পরে গিয়েও নগরীর দুই নম্বর গেট এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে জানান এক ভুক্তভোগী ব্যক্তি।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেইট, চকবাজার, খাতুনগঞ্জ, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাসহ অধিকাংশ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বৃষ্টি তীব্র তাপদাহ কমিয়ে নগর জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনলেও জলাবদ্ধতার দুর্ভোগ তা কেড়ে নিয়েছে। শুধু সড়কে নয়, অলিগলি উপচে বাসা বাড়ি ও দোকানপাটেও ঢুকছে পানি। ফ্লাইওভারের নিচেও হাঁটু পানি জমেছে। বৃষ্টি শেষ হয়ে যাওয়ার দুই ঘণ্টা পরও অধিকাংশ এলাকা জলাবদ্ধতা ছিল।

নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকার দোকানদার আবু বকর বলেন, “সকালে সামান্য বৃষ্টিতে দুই নম্বর গেট এলাকায় হাঁটু পরিমাণ পানি জমে গেছে।”

সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আগে এতো পানি জমতো না। এখন সামান্য বৃষ্টিতে পুরো এলাকা তলিয়ে যাচ্ছে। পুরোদমে বর্ষা শুরু হলে কী হবে তা আল্লাহ জানেন।”

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও থানা ছাত্রলীগের আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গরু চোরকে দেখে ফেলায় গুলিবিদ্ধ কৃষক