জেলা পরিষদ সদস্য হিসেবে এডভোকেট নিপার শপথ গ্রহণ

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২৫ মে, ২০২৪ at ৮:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সদস্য এডভোকেট জুবাইদা সরওয়ার চৌধুরী নিপা গত বৃহস্পতিবার সকালে শপথ গ্রহণ করেন। ঢাকা সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি তাকে শপথ পাঠ করান। এডভোকেট জুবাইদা সরওয়ার চৌধুরী নিপা ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আংশিক এলাকা নিয়ে গঠিত জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে গত ২৮ এপ্রিল নির্বাচিত হয়েছিলেন। উল্লেখ্য, এ আসনের নির্বাচিত দিলোয়ারা ইউসুফ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচন হয়।

পূর্ববর্তী নিবন্ধমেধাবীরাই জাতিকে সঠিক পথের দিশা দিতে পারে
পরবর্তী নিবন্ধচবির শাটলে বস্তাবন্দি নবজাতকের মরদেহ