ইপিজেডে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

| শনিবার , ২৫ মে, ২০২৪ at ৪:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরী‌র ইপিজেড থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আরফাতুল ইসলাম (১৯) ও মোঃ রাব্বি (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শ‌নিবার (২৫ মে) থানা সূত্রে নি‌শ্চিত করা হয়, গতকাল নগরীর ই‌পি‌জেড থানাধীন আকমল আলী খালপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আ‌রও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন আকমল আলী খালপাড় ছোট বালুর মাঠ গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ইপিজেড থানার ও‌সি মোহাম্মদ হোছাইন জানান, গোপন সংবাদের ভি‌ত্তিতে অ‌ভিযান চা‌লিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১